রবিবার, ৪ মার্চ, ২০১২

বন্যা-আক্রান্ত অস্ট্রেলিয়ায় ৩৫০০ বাসিন্দাকে বাড়ি ছাড়ার নির্দেশ

undefinedঅস্ট্রেলিয়ায় বন্যা দেখা দেয়ায় সাড়ে ৩ হাজার বাসিন্দাকে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সিডনির উত্তর-পশ্চিমাঞ্চল ও নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের বেশ কিছু এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। স্টেট ইমার্জেন্সি সার্ভিস কমিশনার মারে কিয়ার বলেছেন, অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল এ অঞ্চলের প্রায় ৭৫ শতাংশ এলাকা বন্যার পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে। অত্যধিক বৃষ্টিপাতের কারণে নদী ও পানিপ্রবাহের পথগুলো সম্পূর্ণ ভরে যাওয়ায়, এ বন্যা দেখা দিয়েছে।
Ruby