বুধবার, ৭ মার্চ, ২০১২

সোনাতলার সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশনে সোনালী ব্যাংকের নতুন শাখা স্থানান্তরের উদ্বোধন

জ্যোতি, গাবতলী ও সোনাতলা (বগুড়া) প্রতিনিধি :: বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশনে সোনালী ব্যাংক লিঃ এর শাখা স্থানান্তর উপলক্ষে আজ বুধবার সকাল ১০ টায় সৈয়দ আহম্মদ হাফেজিয়া মাদ্রাসা দ্বিতল ভবনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বগুড়া সোনালী ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাজী জোনের জেনারেল ম্যানেজার হাসান ইকবাল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশন শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, সৈয়দ আহম্মদ বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ (মিঠু), আইয়ুব আলী, বাবলু মাস্টার, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সালাউদ্দিন আহম্মেদ, সুখানপুকুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বাবু  প্রমুখ।
Ruby