বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

খেলাধুলার মাধ্যমে শরীর ও মনের বিকাশ ঘটিয়ে দেশের মান উন্নয়ন করতে হবে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শফিকুল ইসলাম (শফিক)

জ্যোতি, গাবতলী ও সোনাতলা (বগুড়া) প্রতিনিধি :: গতকাল বুধবার সুখানপুকুর এলাকার কদমতলী উচ্চ বিদ্যালয় মাঠে কদমতলী ক্রিড়া পরিষদের আয়োজনে নেপালতলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুয়েলের সভাপতিত্বে সোনাতলা খেলোয়ার কল্যান সমিতি বনাম কদমতলী খেলোয়ার কল্যান সমিতির মাঝে চুড়ান্ত ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়খেলায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শফিকুল ইসলাম (শফিক)তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর ও মনের বিকাশ ঘটিয়ে দেশের মান উন্নয়ন করতে হবে এবং এলাকার উন্নয়ন ও ভবিষ্যতে সকল প্রকার খেলাধুলা অনুষ্ঠানের সার্বিক সহযোগীতার আশ্বাস দেনবিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া কমার্স কলেজের সাবেক ভিপি ও জিএস জনাব ইউসুফ আলী সাকিল, নেপালতলী ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক জনাব তোফাজ্জল হোসেন আকন্দ, নেপালতলী ওয়ার্ড-২ এর সাধারন সম্পাদক জনাব তোফাজ্জল হোসেনখেলার প্রথমার্ধে উভয়পক্ষ গোল শুন্য অবস্থায় বিরতী নেয় এবং দ্বিতীয়ার্ধে কদমতলী দলের পক্ষে মামুন (মেসি) ১ গোল করে সোনাতলা খেলোয়ার কল্যান সমিতিকে ১-০ গোলে পরাজিত করেখেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কর


Ruby