বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে--ধামইরহাটে এমপি’ শহীদুজ্জামান

রওশন জাহান :: জাতীয় সংসদের নওগাঁ-২ (ধামইরহাট-পতœীতলা) আসনের এমপিআলহাজ্ব শহীদুজ্জামান সরকার বলেছেন, স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দোড় গোড়ায় পৌঁছে দেয়ার জন্যই কমিউনিটি ক্লিনিকগুলো নির্মাণ করা হয়েছেএগুলোকে চালু রেখে গ্রামীণ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবেবুধবার দুপুরে তিনি তার নির্বাচিত এলাকা নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার সিএসিপিদের তিন মাস ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দান কালে কথাগুলো বলেনতিনি বলেন, কমিউনিটি ক্লিনিকগুলো গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব চিন্তা চেতনার ফসলসর্বোচ্চ সেবা দিয়ে কমিউনিটি ক্লিনিকের মান সমুন্নত রাখতে হবেউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ  আলাউদ্দিন এতে সভাপতিত্ব করেনধামইরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনঅন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ সাজেদুর রহমান, ডাঃ আরিফুল ইসলাম, সঞ্জয় কুমার, ধামইরহাট থানার ওসি জিয়া লতিফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এম, এ মালেক, সাংবাদিক আব্দুল আজিজ, আবু মুছা স্বপন প্রমুখউপজেলার ২১ টি কমিউনিটি ক্লিনিকের কর্মীরা প্রশিক্ষণে অংশ নিচ্

Ruby