বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

চট্টগ্রামে গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিশু নেতৃবৃন্দের সংলাপঅনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো :: উন্ন্য়ন সংস্থা ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) এর উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহায়তায় চিল্ড্রেন্স একশন ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট (কেইস)  প্রকল্পের কর্মজীবী ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় শিশু সুরক্ষা ও শিশু বান্ধব পরিবেশ গড়তে গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিশু নেতৃবৃন্দের  সংলাপ গত ২৯ মার্চ বিবিএফ প্রশাসনিক কার্যালয়ে  অনুষ্ঠিত হয়।ব্রাইট বাংলাদেশ ফোরাম এর প্রধান নিবার্হী উৎপল বডুয়া সভাপতিত্বে  অনুষ্ঠিত সংলাপে  অংশগ্রহণ করেন সাংবাদিক জীবন কৃষ্ণ দেবনাথ চট্টগ্রাম ব্যুরো প্রধান দৈনিক হাজারিকা প্রতিদিন ও নিউজ এজেন্সী ২৪ ডট কম সহ শহিদুল্লা শাহরিয়ার, দৈনিক ভোরের ডাক এর  স্টাফ রিপোর্টার বিশ্বজিৎ পাল, সাংবাদিক রিটন আহসান,  ১৭ পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সাধারন সম্পাদক খায়রুল আমিন বিকি,১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সভাপতি খাতিজা আক্তার, ৩৫ নং ওয়ার্ড এর সভাপতি মুক্তা আক্তার সহ ৩টি শিশু পরিষদ এর অন্যান্য নেতৃবৃন্দ যথাক্রমে মো: সোহেল, রাজু আহম্মেদ রানা,শাখী আক্তার,নাসরিন আক্তার,মো: জয়নাল,বিবি আয়েশা তাসমিনা আক্তার,শিমু আক্তার, রাকিব , রকি,মো: সাইফুল হক প্রমুখ। সংলাপ সঞ্চালনা করেন  বিবিএফ এর কর্মসূচী পরিচালক নাসরিন সুলতানা খানম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিবিএফ কেইসপ্রকল্প কর্মকর্তাসুপর্না বড়–য়া, উমরান হায়দার খান, আসাদুজজামান সৌরভ,প্রকল্প সহায়ক   আরিফ উদ্দ্নি ,রওশন আক্তার, সানজিদা জেরিন,নাহিদ জাহান, তপন কান্তি দে, চাইল্ড মোটিভেটর বাপ্পু ভট্রাচার্য প্রমুখ।

 
Ruby