বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

নওগাঁয় বাংলাদেশ মহিলা পরিষদের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

নওগাঁ সদর প্রতিনিধি :: নওগাঁয় বাংলাদেশ মহিলা পরিষদের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। বুধবার মহিলা পরিষদ চত্বরে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের জেলা শাখার সভানেত্রী ফেরদৌসী রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পরিষদের সহ-সভাপতি ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহনাজ মালেক, সাধারণ সম্পাদক অধ্যাপিকা নূরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদিকা ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভীন আকতার, লিগ্যাল এইড সম্পাদিকা মমতাজ বেগম, নারী নেত্রী ও সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আকতার বানু টুকু, নারী নেত্রী তসলিমা আলম, ফেরদৌসী আকতার রুনু প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ পশ্চাদপদতা, শোষণ ও বৈষম্য থেকে নারী সমাজের মুক্তি, মানবাধিকার প্রতিষ্ঠা, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনের প্রতি সর্বদা সক্রীয় ও সমর্থন আন্দোলন করে আসছে বলে জানান। নারীরা অর্ধাঙ্গী। কোন দেশই নারীকে পিছনে ফেলে উন্নত হতে পারেনি। তাই নারীদের কে পুরুষের শোষণ বঞ্চনা থেকে মুক্তি দিতে হবে। তবেই দেশের উন্নতি সম্ভব।

সভায় প্রায় ৪ শতাধিক নারীরা উপস্থিত ছিলেন।#২০ মার্চ থেকে ২০ মে পর্যন্ত এই আবাসন উৎসব
Ruby