শনিবার, ৭ এপ্রিল, ২০১২

নাজিরপুরে শহীদ জিয়া ডিগ্রী কলেজে অধ্যক্ষ নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ

এনামূল হক বেপারী, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি :: পিরোজপুরের নাজিরপুরে অধ্যক্ষ নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগে উঠেছে। অভিযোগে জানা গেছে, উপজেলার সদরের শহীদ জিয়া ডিগ্রী কলেজে নিয়ম বর্হিভূতভাবে এ অধ্যক্ষ নিয়েগে দেয়া হয়েছে। অভিযোগ রয়েছে এ নতুন নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ গত ২০০৮সালে পূর্বের  অধ্যক্ষ আফতাব উদ্দিন অবসরে গেলে স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খানের আত্মীয় হওয়ার সুবাদে তার প্রচেষ্টায় সাবেক জেলা প্রশাসক মোঃ কাইয়ুমের মাধ্যমে এ দায়িত্ব পান। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিয়োগ গ্রহনের পর দীর্ঘদিন কলেজ পরিচালনা করে নিজের অবস্থান পাকাপোক্ত করতে জাতীয় সংসদের নির্বাচনের পর কলেজ পরিচালনা পরিষদের সভাপতি স্থানীয় এমপি আউয়ালের  পকেটস্থ হয়ে পড়েন। এ সুযোগে কলেজের অধ্যক্ষের পদ হিসাবে নিজেকে পাকাপোক্ত করতে গত ২০১০ সালের ৮ জুলাই কলেজ পরিচালনা পরিষদের কোন সদস্য বা সভাপতির মতামতের তোয়াক্কা না করে যে সব পত্রিকা নাজিরপুর এমন কি পিরোজপুর জেলায়ও প্রবেশ করে না,এমন একটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় অধ্যক্ষ, উপধ্যক্ষ সহ ১০টি পদের বিজ্ঞাপন দিয়ে গত ১৮ ফেব্র“য়ারী কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ওই দিন অসুস্থ অবস্থায় ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন থাকার  সুযোগে জাতীয় সংসদের এমপি হোষ্টেলে এসব পদের সাক্ষাৎকার গ্রহন করা হয়। প্রার্থীদের অভিযোগ এ সময় এমনকি এমপির কোন প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিলেন না । শুধু মাত্র মৌখিক পরীক্ষা নেয়া এ সাক্ষাৎকারে এক মূহুর্তের জন্য এমপির পতিœ মিসেস লায়লা ইরাদ সেখানে গিয়েছিলেন বলে একাধীক প্রার্থীরা জানান। লোক দেখানো ও কাগজপত্র পাকাপোক্ত দেখানো এ নিয়োগ পরীক্ষায় ফলাফল তখন দেয়া না হলেও পরীক্ষার প্রায় দেড় মাস পর গত ৪ এপ্রিল বুধবার উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রী কলেজে বসে স্থানীয় এমপি আউয়াল অন্যান্য কোন   পদের ফলাফল প্রকাশ না করে শুধুমাত্র অধ্যক্ষ পদে এ আফজাল হোসেন খানকে নির্বাচিত ঘোষনা করে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করেন। এতে অন্যান্য প্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় বলে কলেজের একাধীক শিক্ষকরা জানান। তারা আরো অভিযোগ করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ পদে প্রার্থী হবার আগে নিয়ম বর্হিভূতভাবে স্ব-পদে বহাল থেকে  এ ইন্টারভিইতে অংশ গ্রহন করেন। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে পরিচালনা পরিষদের এক সদস্য জানান, এমপি শিক্ষক ও স্থানীয়দের তোপের মুখে পড়তে পারেন এমন আশংকায় শহীদ জিয়া ডিগ্রী কলেজে বসে অধ্যক্ষের আনুষ্ঠানিক ভাবে নিয়োগ না দিয়ে মাটিভাঙ্গা ডিগ্রী কলেজে গিয়ে এ নিয়োগ প্রদান করেন। এ ব্যাপরে বাংলাদেশ কলেজ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আলমগীর হোসেন জানান, নিয়ম বর্হিভূত ভাবে অযোগ্যকে অধ্যক্ষ হিসাবে নিয়োগ দিয়ে এমপি আউয়াল কলেজটি ধবংস করার চেষ্টা করছেন। গত বুধবার কলেজের এ অধ্যক্ষ নিয়োগের পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে নাজিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মোঃ নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন কলেজের সভাপতি  এমপি আউয়াল কলেজটিকে লুটপাট করার জন্য অধ্যক্ষ হিসাবে আফজাল হোসেন খানকে নিয়োগ দিয়েছেন।
Ruby