বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২

রাজশাহী র‌্যাবের অভিযান! চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ তেলসহ ট্রেনের ২ চালক গ্রেফতার

 মোঃ মেহেদী হাসান, রাজশাহী থেকে :: চাঁপাইনবাবগগেঞ্জর আমনুরা স্টেশনে অভিযান চালিয়ে র‌্যাব বিপুল পরিমাণ তেলসহ ট্রেনের ২জন চালককে আটক করেছে। রাজশাহী র‌্যাব-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র‌্যাব এর রেলওয়ে কলোনী ক্যা¤েপর একটি অপারেশন দল কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিরুল কায়সার-এর উপস্থিতিতে গত রাত আনুমানিক ২.২০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আমনুরা রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় ট্রেনে ব্যবহৃত তৈল চুরি করে বিক্রয় ও পাচার করার অপরাধে খুলনা-চাঁপাইনবাবগঞ্জ গামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের চালক ঈশ্বরদীর মুসুরিয়া পাড়ার তুষ্ট মালিতার পুত্র শাহনুর আলম (৬৫), ও সহকারী চালক পাকশীর যুক্তিতলার আবুল হোসেন এর পুত্র আব্দুর রাকিব (৪৫), কে ৪টি ব্যারেলে আনুমানিক ২০০ লিটার ডিজেল, একটি ভুটভুটি, স­াইরেঞ্জ ২টি,  তৈল লোড/আনলোড পাইপ-০১টি এবং প্লাষ্টিকের জারিকেন-১টি সহ গ্রেফতার  করে।

র‌্যাব আরো জানায়, র‌্যাব-৫, রাজশাহী রেলওয়ে কলোনী ক্যা¤েপর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অসৎ ট্রেন চালক ও তার সহযোগী দীর্ঘদিন যাবৎ ট্রেনে ব্যবহৃত জ্বালানী তেল বিভিন্ন কায়দায় চুরি করে বিক্রয়ে মাধ্যমে সরকারী স¤পদ আতœসাৎ করে আসছে। এরূপ তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল প্রয়োজনীয় তথ্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের গ্রেফতারের জন্য মাঠে নামে। এরই ধারাবাহিকতায় খুলনা হতে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি উক্ত সময়ে আমনুরা রেলষ্টেশনে পৌঁছানোর ৮০০ গজ আগে সুখানদিঘী রেল ক্রসিং অতিক্রম করার সময় চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে ট্রেনের চালক ও সহকারী চালক মিলে ৪টি ডিজেলের ব্যারেল ট্রেন থেকে নিচে ফেলে দেয়। এ সময় র‌্যাবের অপারেশন দল  ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ২০০ লিটার ডিজেলসহ উল্লে­খিত ট্রেনের চালক ও সহকারী চালক কে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া পূর্ব পরিকল্পনা মোতাবেক ট্রেন চালকদের যোগসাজসে উক্ত তেল সংগ্রহ করার জন্য নীচে অপেক্ষারত চুরি চক্রের অন্যান্য সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি ভুটভুটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
Ruby