বুধবার, ৪ এপ্রিল, ২০১২

নওগাঁয় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন সংশোধনের দাবীতে অবস্থান কর্মসুচী পালিত

নওগাঁ সদর প্রতিনিধি :: নওগাঁয় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন/২০০৫ সংশোধনের দাবীতে নওগাঁ সদর উপজেলার সামনে অবস্থান কর্মসুচী পালন করেছে। মঙ্গলবার সকালে ডাব্লিউবিবি ট্রাষ্ট এর সহযোগিতায় ও রানি স্বোচ্ছা  সেবী সংস্থা এর আয়োজন করে। নারী ও শিশুসহ সকল জনগনকে পরোক্ষ ধুমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার এবং পরিবেশ উন্নয়নের লক্ষ্যে রানির প্রধান নির্বাহী ফজললুক হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসুচীতে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভীন আকতার, জননীর নির্বাহী পরিচালক আকরামুল ইসলাম, অবন্তিকার সভানেত্রী ডলি আজাদ, অগ্রযাত্রার নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা ও বিআরডিবির চেয়ারম্যান আকতার বানু টুকু প্রমুখ বক্তব্য রাখেন।

অবস্থান কর্মসুচীতে বক্তারা অবিলম্বে জনস্বার্থে ধুমপান ও তামাকজাত দ্রব্য ২০০৫ সংশোধন করার আহবান জানান। পরে তামাক নিয়ন্ত্রন সংশোধনের গুরুত্বপূর্ন দাবী সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পেশার শতাধিক লোক অংশ গ্রহন করে।#
Ruby