সোমবার, ১৬ এপ্রিল, ২০১২

দক্ষিণ পাহাড়তলীতে গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা করলেন সিটি মেয়র

চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের ব্যক্তিগত উদ্যোগে দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে জনসাধারণের সুপেয় খাওয়ার পানি সংকট নিরসনে একটি গভীর নলকুপ স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার সকালে সিটি মেয়র এম. মনজুর আলম ভাটিয়ারি ৩ নম্বর বাজারে এই গভীর নলকূপের উদ্বোধন করেন। এ সময় দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহজাহান, মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নি, কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে মেয়র বলেন,  এ এলাকার জনসাধারণের বিশুদ্ধ খাওয়ার পানির সংকট নিরসনে গভীর নলকূপটি স্থাপন করা হলো। শুষ্ক মৌসুমে নগরীতে লোডশেডিংয়ের পাশাপাশি সুপেয় খাওয়ার পানির সংকট তীব্র আকার ধারণ করে। ওয়াসা কর্তৃপক্ষ চাহিদা অনুযায়ী গ্রাহককে পানি সরবরাহ করতে পারছে না। তিনি সমাজের ধনাঢ্য ব্যক্তিদেরকে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে গভীর নলকূপ স্থাপন সহ বিভিন্ন জনহিতকর কাজে এগিয়ে আসার জন্য আহবান জানান। সিটি মেয়র নগরবাসীর খাওয়ার পানির সংকট দূরীকরণে ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের পরিমাণ কমিয়ে ভূ-উপরিভাগের, বৃষ্টির পানি ও বিভিন্ন প্রাকৃতিক জলাধারের পানিকে সুষ্ঠুভাবে সংরক্ষণ করে শোধন পূর্বক সরবরাহের জন্য চট্টগ্রাম ওয়াসার প্রতি  আহবান জানান এবং নগরবাসীকে পানি ব্যবহারের ক্ষেত্রে অপচয় থেকে বিরত থাকার অনুরোধ করেন।

এছাড়াও দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের শিক্ষার সংকট নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্কুল প্রতিষ্ঠার জন্য সিটি মেয়র এম. মনজুর আলমের নিকট স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহজাহান এলাকাবাসীর পক্ষে অনুরোধ করেন। মেয়র সুবিধাজনক স্থানে জায়গা পাওয়া সাপেক্ষে স্কুল প্রতিষ্ঠা করা হবে বলে আশ্বাস দেন।





 
Ruby