বুধবার, ৪ এপ্রিল, ২০১২

ইসলামী ব্যাংকের বানেশ্বর শাখায় গ্রাহক সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তিঃ ১৬ কোটি মানুষের কাছে যায়, আমাদের দেশ আমরা সাজাই। এ শ্লোগানকে ধারন করে প্রধান কার্যালয় ঘোষিত ১০০ দিনের কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, বানেশ্বর শাখায় ডিপোজিট ও বিনিয়োগ গ্রাহকদের নিয়ে গতকাল বুধবার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে শাখা প্রধান এ্যাসিষ্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ মোশাররফ হোসেন। ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি, ডিপোজিট স্কীম ও ইসলামী ব্যাংকের শরীয়ার নীতিমালা সম্পর্কে গ্রাহকদেরকে অবহিত করেন শাখা প্রধান মোঃ মোশাররফ হোসেন। গ্রাহকদের মধ্য থেকে অভিমত ব্যক্ত করেন, বানেশ্বর বাজার কমিটির সভাপতি জনাব আলহাজ্জ আজিজুল বারী মুক্তা। এছাড়া আরো বক্তব্য রাখেন জনাব আহম্মদ উল্লাহ, ভাইস চেয়ারম্যান, পুঠিয়া উপজেলা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব এ.এ.এম হাবীবুর রহমান, জোন প্রধান, রাজশাহী জোন, রাজশাহী। এ সভায় পুঠিয়া, তাহেরপুর, দুর্গাপুর ও চারঘাট উপজেলার প্রায় শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন। সাথে সাথে তাহেরপুর এ ইসলামী ব্যাংকের একটি শাখা খোলার আশা ব্যক্ত করেন। সভাটি সার্বিক ভাবে পরিচালনা করেন শাখার ২য় কর্মকর্তা ও প্রিন্সিপাল অফিসার জনাব মাহতাব উদ্দিন।
Ruby