শনিবার, ৩ ডিসেম্বর, ২০১১

হলুদ সরিষা ফুলে ভরা নওগাঁ

বাঘা নিউজ ডটকম, আককাস আলী, নওগাঁ ৩ ডিসেম্বর : এ বছর সরিষার বাম্পার ফলনের আশায় কৃষকরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। আর এ কারনে নওগাঁ জেলার বিভিন্ন এলাকা জুড়ে সরিষার ক্ষেতে হলুদ ফুলে একাকার হয়ে গেছে। কৃষকরা আশা করছেন এবার বাম্পার ফলনের। প্রায় ১০ হাজার হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে বলে কৃষি অফিস সূত্র জানায়। আরও জানা যায়, জেলার গ্রামাঞ্চলের চাষীরা সরিষার বারি-১৫ ও টরি-৭ বীজ ব্যবহারে আগ্রহী বেশি। এ বছর জেলার প্রতিটি গ্রামাঞ্চলের মাঠে ইতিমধ্যে আগাম জাতের সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে। অন্য বছরের তুলনায় এ বছর সরিষা আবাদে তেমন কোনো পোকার আক্রমণ না থাকায় কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন। তুলনামূলক এ বছর সরিষার আবাদ অনেক ভালো হয়েছে। তাছাড়া সময়মত সার-কিটনাশক ব্যাবহারের কারনে সরিষার আবাদ করতে কৃষকের কোনো প্রকার বেগ পেতে হচ্ছে না। পোকার আক্রমণ থেকে সরিষা রক্ষা করতে জেলা কৃষি অফিস থেকে আগেই বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বলে কৃষকরা জানান। এ বছর সরিষার মৌসুমে কৃষি অফিসের কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে থেকে কৃষকের সঙ্গে মতবিনিময় করেছেন বলে জানা গেছে। জেলার ঈশ্বরপুর গ্রামের কৃষক সরদার আলতাব হোসেন জানান, এবার সে ৪ বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন। তিনি সরিষার বাম্পার ফলন আশা করছেন। তিনি বলেন, এ বছর সরিষা চাষে তেমন কষ্ট হচ্ছে না। তুলনামূলকভাবে খরচ কম হচ্ছে। বিশেষ করে এখন পর্যন্ত কোনো পোকার আক্রমণ দেখা দেয়নি। সব কিছু ঠিক থাকলে এবার প্রতি বিঘা জমিতে ৫-৭ মণ হারে, এমনকি তারও বেশি সরিষা ঘরে তুলতে পারবেন বলে তিনি জানান। জেলা সদর ইউনিয়নের বর্ষাইল গ্রামের কৃষক হাজী সাহাবাদ্দীন সাবু জানান, প্রতি বছরই সরিষার ক্ষেতে পোকার আক্রমণ দেখা দেয়। কিন্ত এ বছর এখন পর্যন্ত পোকার আক্রমণ দেখা দেয়নি। যদি পোকা না লাগে তাহলে এ বছর প্রতি বিঘা জমিতে ৬-৭ মণ হারে সরিষা ঘরে তুলতে পারবো। প্রতি বিঘা জমিতে সরিষার আবাদ করতে ১ হাজার থেকে ১২০০ টাকা খরচ হচ্ছে। জেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর কৃষককে সরিষা চাষে সচেতন করা হয়েছে। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সরিষা চাষ হবে বলে তাদের ধারনা। তাছাড়া কর্মকর্তারা সব সময় মাঠে থেকে কৃষককে সব ধরনের সহযোগিতা করে আসছেন।

Ruby