বাঘা নিউজ ডটকম, আককাস আলী, নওগাঁ ৬ ডিসেম্বর : নওগাঁর মান্দায় গতকাল মঙ্গলবার সকালে মৈনম দূর্গাপুর (চেয়ারম্যানের মোড়) নামক স্থান থেকে নিতাই চন্দ্র মহন্ত(৩৫) নামের এক ব্যবসায়ীর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত নিতাই চন্দ্র মহাদেবপুর উপজেলার হাটজকগৌরী এলাকার যতিশ মহন্তের ছেলে। নিহতের ছোট্র ভাই নিমাই মহন্ত জানান, দিনাজপুরের কান্তজীর মেলায় নিতাই মহন্ত শাখা, সিঁদুরসহ পূজা সামগ্রীর দোকান দেন। ২০দিন পর সোমবার রাতে মেলে থেকে ট্রেন যোগে বাড়ী ফিরছিলেন। রাত ১২টায় দিকে সান্তাহারে নেমে মোবাইলে মিনতি রাণীর সাথে কথা বলার পর থেকে তার ফোন বন্ধ থাকে। মঙ্গলবার সকালে চেয়ারম্যান মোড়ে অজ্ঞাত লাশ উদ্ধারের সংবাদে পরিবারের সদ্যরা ঘটনাস্থল পৌঁছে নিতাইকে সনাক্ত করেন। মান্দা থানার ওসি আব্দুল্লাহেল বাকী জানান, অপরাধ চক্রের সদস্যরা নিতাইকে অপহরনের পর শ্বাসরোধে হত্যা করে ঘটনাস্থলে ফেলে গাড়ী চাপা দিয়ে মাথাসহ মুখমন্ডল বিকৃতি করে অজ্ঞাত লাশ হিসাবে চালিয়ে দেয়ার অপচেষ্ঠা করেছে। নওগাঁ পুলিশ সুপার ওয়াইএম বেলালুর রহমান ও এএসপি শরীফ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
