![]() |
| গৌরী ও শাহরুখ |
বাঘা নিউজ ডটকম, বিনোদন ডেস্ক ৬ ডিসেম্বর : বলিউড বাদশা শাহরুখ ভয় পাইয়ে দিয়েছিলেন স্ত্রী গৌরীকে। তবে
প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ঘনিষ্ঠ কিছু ঘটিয়ে নয়, ছবির শুটিংয়ে দুঃসাহসিক
একটি শর্ট দিতে গিয়েই তিনি আতঙ্কে ফেলে দিয়েছিলেন স্ত্রীকে। ফারহান আখতার
পরিচালিত ‘ডন টু’ ছবির একটি দৃশ্যের জন্য ৩০০ ফুট উচ্চতা থেকে লাফিয়ে পড়তে
হয়েছিলো শাহরুখ খানকে। বার্লিনের পার্ক ইন হোটেলের ছাদ থেকে কিং খানের এই
লাফিয়ে পড়ার দৃশ্য ধারণের সময় খুবই ভয় পেয়ে গিয়েছিলেন তার স্ত্রী গৌরী।
ভবিষ্যতে যেন তিনি এমন ঝুঁকিপূর্ণ কাজ না করেন সে অনুরোধও করেছিলেন। এ
ধরনের দুঃসাহসিক স্টান্টে অংশ নেয়া শাহরুখের জন্য মোটেও নতুন কোন বিষয় নয়।
এর আগে এমন দৃশ্য করতে গিয়ে মারাত্মক জখমও হয়েছিলেন তিনি। তাই এবার এমন
ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয়ের আগে একটু ইতস্তত করছিলেন কিং খান। এ প্রসঙ্গে
ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ফারহান যখন কিং খানকে দৃশ্যটি করতে বললেন, তখন
তিনি সরাসরি না করেননি। বরং তিনি ফারহানকেই দৃশ্যটি করে দেখানোর জন্য
বললেন। তিনি ভেবেছিলেন, ফারহান হয়তো ভয় পেয়ে যাবেন। কিন্তু তাকে অবাক করে
দিয়ে ঠিকই লাফ দিয়ে বসেন ফারহান। তখন কিং খানকেও বাধ্য হয়েই লাফ দিতে হয়।
শুটিংকালে ফারহানের স্ত্রী আধুনা আখতার এবং শাহরুখের স্ত্রী গৌরীও উপস্থিত
ছিলেন। ফারহান এবং শাহরুখের এমন দুঃসাহসিক কার্যকলাপে খুবই শঙ্কিত হয়ে পড়েন
আধুনা ও গৌরী।
উল্লেখ্য, ‘ডন টু’ ছবি। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্ত, ওম পুরী, কুনাল কাপুর প্রমুখ।
উল্লেখ্য, ‘ডন টু’ ছবি। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্ত, ওম পুরী, কুনাল কাপুর প্রমুখ।

