বাঘা নিউজ ডটকম, আককাস আলী, নওগাঁ ৬ ডিসেম্বর : শুরুটা মোটেও ভাল ছিলনা প্রবীরের । গ্রামের মানুষ নানা ভৎসনা শেষে এক প্রকার পাগল বলে প্রবীরের দিকে মন্তব্য ছুড়ে দিত।বাড়ির আপনজরা বলত দু বিঘা জমিতে ধান বা অন্য কোন ফসল রোপন করলে অনেক টাকা আয় আসত। সব বাধা উপেক্ষা করে প্রবীর ২০০৮ সালের ফুলের চাষ শুরুর পর এখন প্রতিদিন শ শ মানুষ তার ফুলের চাষ পদ্ধতি ও বাগান দেখে নানা উৎসাহ যোগাচ্ছে । প্রবীর তার ফুলের চাষ করা বাগান দেখাতে গিয়ে কথা গুলো বর্ননা করছিলেন আর ফাঁকে ফাঁকে হাত বুলাচ্ছেন সকালে ফোঁটা টকটকে লাল গোলাপ ফুলটিতে। নওগাঁর মহাদেবপুর উপজেলার দোহালী গ্রামের বাসিন্দা প্রবীর অধিকারী পেশায় একজন শিক্ষক । স্থানীয় ভালাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকতা করতে গিয়ে তার হৃদয়ে ফুলের উঞ্চ ভাল বাসা দোলা দেয় । এ ভালবাসা থেকে বসত সংলগ্ন দু বিঘা জমিতে ২০০৮ সালে শুরু করে নানা প্রজাতির ফুল চাষ । তার চাষ করা বাগানে রয়েছে রজনী গন্ধা, গোলাপ, গ¬াডিওলাস, ও গাঁদা ফুল । শুরুতে নানা প্রতিকুলতা ছিল। গ্রামের চার পাশে শুধু চাষ করা হয় আখ অথবা ধান। কিন্ত একই জমিতে এসব ফুল চাষ করতে গিয়ে প্রবীর লক্ষ করলেন মাটির যে সব উপাদান ফুল চাষের জন্য প্রয়োজন তার কোন ঘাটতি নেই । শুধু দরকার চাষ পদ্ধতির কৌশল জানা । এ সময় তিনি যশোহরের ব্শে কিছু ফুলচাষীর কাছ থেকে প্রেরনা ও কৌশল জেনে নেন। এরপর মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার সময় প্রবীর লক্ষ করলেন বিভিন্ন জেলা শহর থেকে তার চাষ করা ফুল কিনতে আসছে। প্রথম বছর ফুলের ভাল উৎপাদন হলে সেখান থেকে ব্যাপক আয় আসছে । এর পর প্রবীরের এগিয়ে যাওয়া । মহাদেবপুর উপজেলা গেট সংলগ্ন একটি ঘর ভাড়া নিয়ে তার চাষ করা ফুল সেখান থেকে বানিজ্যক আকারে বিপনন করতে লাগলেন । প্রবীর জানান, প্রতিদিন বিবাহ, ধর্মীয় আচার, এবং সরকারী দিবস গুলোতে ফুলের ব্যাপক চাহিদা থাকার ফলে অত্যান্ত লাভজনক হয়েছে ফুল চাষ কারবার । প্রতিমাসে এখন প্রবীরের বাগান থেকে ২৫ থেকে ৩০ হাজার টাকার ফুল বিক্রি হচ্ছে বলে তিনি জানান । এতে করে তার বাগানে তিন জন এবং দোকানে দু জন লোকের কর্ম সংস্থান সৃষ্টি হয়েছে । চলতি বছর অনুকুল আবহাওয়ার ফলে ফুলের উৎপাদন ভাল হয়েছে। প্রবীর তার বাগান দেখাতে গিয়ে বলছিলেন সকালে একবার বাগান পরিদর্শন করে স্কুলে দিয়ে মনের প্রশান্তি তুলে ধরি শিক্ষার্থীদের মাঝে। এ ছাড়া গ্রামের মানুষ তার বাগান দেখে এখন অনেকটা উচ্ছসিত অনুভব করে এতে তার গর্বনুভব হয় । যা অন্যকোন ফসল চাষ করে এমন প্রাপ্তি আসা করা সম্ভব নয় ।

