রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

সৈয়দপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাঘা নিউজ ডটকম,২৫ ডিসেম্বর : নীলফামারীর সৈয়দপুরে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হলো ঘোড়দৌড় প্রতিযোগিতা । আজ রোববার বিকেল ৪ টায় এ ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কাজীবাড়ী দোলা প্রাঙ্গনে। বোতলাগাড়ী জাগরণ কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতায় সৈয়দপুর, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, সাকোয়া, খানসামা ও ডোমারের ১২ জন অশ্বারোহী অংশগ্রহণ  করে। ঘোড়দৌড় প্রতিযোগিতায় দিনাজপুরের মোহনপুরের অশ্বারোহী এমদাদুল হক ১ম, ডোমারের আব্দুল হাদি ২য় ও পঞ্চগড়ের মমিনুল ইসলাম টুলু ৩য় স্থান অধিকার করে। এ সংক্রান্ত আলোচনা সভায় বোতলাগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য কর্ণেল (অবঃ) এ এ মারুফ সাকলান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আববাস আলী সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, সাবেক মেয়র আখতার হোসেন বাদল ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাওয়াদুল হক সরকার প্রমুখ। ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজক মোঃ জাহাঙ্গীর আলম কাজী জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রায় বিলীনের পথে।&তাই নতুন প্রজন্মের কাছে এটি ধরে রাখতেই এ প্রয়াস।
Ruby