শনিবার, ২৮ এপ্রিল, ২০১২

নওগাঁর রানীনগরে মোটর সাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু

নওগাঁ সদর প্রতিনিধি :: নওগাঁর রানীনগর উপজেলার কাশিমপুর দফাদারের মোড় নামক স্থানে গতকাল শুক্রবার রাতে মোটর সাইকেল দূর্ঘটনায় নাহিদ হাসান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নাহিদ রানীনগর উপজেলার কুজাইল গ্রামের আব্দুর রশীদের ছেলে।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার জানান, রানীনগর বাজারে বাবার ধানের আড়ৎ থেকে রাত ১০ টার দিকে মোটর সাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় নাহিদ নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা ভটভটির সাথে ধাক্কা লেগে সড়কের পাশের পড়ে গিয়ে গুরুতর আহত হন। দূর্ঘটনার পর গুরুতর অবস্থায় উদ্ধার করে রানীনগর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় শনিবার সকালে থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি। #





নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু

নওগাঁ সদর প্রতিনিধি :: নওগাঁর ধামইরহাট উপজেলার শল্পী বাজারে ডিসের তার লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাজেদুর রহমান সাজু(২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে। সাজু ধামইরহাট উপজেলার চন্ডিপুর গ্রামের হুমায়নের ছেলে। তিনি ধামইরহাটে একবছর যাবৎ রাজ কেবল নেটওয়ার্কে কর্মী হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, রাজ কেবল নেটওয়ার্কের একদল কর্মি এলাকায় সংযোগ দেওয়ার কাজ করছিলো। এসময় সাজু একটি বিদ্যুতের খুটির উপর উঠে ডিসের তার লাগাতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত আব্দুল্লাহ হেল বাকি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। #





নওগাঁয় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ সদর প্রতিনিধি :: কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি ইলিয়াস আলী সরকারের সন্ত্রাসী বাহিনীর দ্বারা অপহরনের প্রতিবাদে নওগাঁ সদর থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কে,ডির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন, সদর থানা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্নু। সদর থানা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক লেঃ কর্নেল আঃ লতিফ খান, সাবেক এমপি রায়হান আকতার রনি, পৌর মেয়র নাজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ বকুল, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, সদর থানা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্ন, সাধারন সম্পাদক আল কাফি তুহীন, শহর বিএনপির সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারন সম্পাদক নুরুন্নবী সাজা, সাংগঠনিক সম্পাদক আঃ মতিন, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান ফারুক হোসেন, জেলা যুবদল নেতা মানিক খান. জেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল আলম গোল্ডেন, যুগ্ম আহবায়ক শফিউল আজম ওরফে ভিপি রানা, পবলু, টুটুল উজ্জল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা অতি সত্বর সুস্থ শরীরে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি ইলিয়াস আলীকে আজ সন্ধ্যার মধ্যে ফেরত দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। ইলিয়াসকে ফিরিয়ে দেয়া না হয় এবং সারা দেশে লাগাতার হরতালসহ বৃহত্তর আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে দিতে বাধ্য করা হবে।#
Ruby