শনিবার, ৭ জানুয়ারি, ২০১২

বগুড়া সদর পুলিশ ফাঁড়ি মার্কেটে দুঃসাহসিক চুরি : ২ লক্ষাধিক টাকার মাল লুট




বাঘা নিউজ ডটকম, বগুড়া প্রতিনিধি :: বগুড়া শহরের জনবহুল নবাববাড়ি সড়কে সদর পুলিশ ফাঁড়ি মার্কেটের সেলিম এক্সক্লুসিভ নামে তৈরি পোষাকের দোকানে ৫ জানুয়ারি বৃহস্পতিবার রাতে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরেরা সুরক্ষিত এলাকা পুলিশ ফাঁড়ির ভিতরে ঢুকে ছাদের টিন কেটে দোকানে প্রবেশ করে। নগদ ৫৬ হাজার টাকাসহ দুই লক্ষাধিক টাকার কাপড় নিয়ে গেছে। ব্যবসায়ী আমিনুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় এ ব্যাপারে সদর থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, কাহালু বাজারের মৃত আমজাদ হোসেন সরদারের ছেলে আমিনুল ইসলাম বৃহস্পতিবার রাতে সদর পুলিশ ফাঁড়ি মার্কেটে সেলিম এক্সক্লুসিভ নামে তার তৈরি পোষাকের দোকান বন্ধ করেন। শুক্রবার সকালে দোকান খুলে দেখেন ড্রয়ারে টাকা নেই; বিভিন্ন ধরনের পোষাক কম। দোকানের ছাদের টিন কাটা। বৃহস্পতিবার রাতের কোন এক সময় চোররা পুলিশ ফাঁড়িতে ঢোকে। তারা গাছ বেয়ে উপরে উঠে টিন কেটে মার্কেটের ১১ নম্বর দোকানে ঢোকে। এরপর ক্যাশ থেকে ৫৬ হাজার টাকা ও পাঞ্জাবী, শার্ট, টি-শার্টসহ এক লাখ ৪৬ হাজার টাকা মূল্যের তৈরি পোশাক নিয়ে যায়। এদিকে শহরে জনবহুল এলাকায় সুরক্ষিত পুলিশ ফাঁড়ির মার্কেটে চুরি হওয়ায় নিরাপত্তা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সদর ফাঁড়ির টিএসআই মঞ্জুরুল হক ভূঁঞা জানান, চোরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। (সূত্র-ইউকে বিডি নিউজ)
Ruby