মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১২

নাটোরে এক কলেজ ছাত্রী ও গৃহবধুর আত্মহত্যা

আকতার হোসেন অপূর্ব নাটোর প্রতিনিধি :: নাটোরের বড়াইগ্রামে রাশিদা খাতুন (১৯) নামে এক কলেজ ছাত্রী বিষ পানে এবং লাবনী বেগম (২৫) নামে অপর এক গৃহবধু বিষাক্ত ইন্ডিয়ান গ্যাস ট্যাবলেট খেয়ে আতœহত্যা করেছে। নিহত রাশিদা খাতুন বড়াইগ্রামের সোনাপুর গ্রামের মৃত আমিন উদ্দিনের মেয়ে ও বড়াইগ্রাম টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজের ছাত্রী। নিহত লাবণী বেগম মালিপাড়া গ্রামের আ: রাজ্জাকের স্ত্রী। নিহত রাশিদার চাচা প্রভাষক নেকবার আলী জানান, রবিবার বিকেলে রাশিদা খাতুন সবার অগোচড়ে বিষপান করে। পরে অন্যান্য বাড়ীর সদস্যরা বিষয়টি বুঝতে পেরে প্রথমে বড়াইগ্রাম হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে রাতেই নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মারা যায়।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় একটি ইউডি মামলা হয়েছে। অপরদিকে রবিবার রাতে লাবনী বেগম স্বামীর অবর্তমানে তা প্রতিবেশীরা তাকে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন মধ্যরাতে তিনি মারা যান।
Ruby