মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১২

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে নিখোঁজের ২০ দিন পর যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার


রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ :: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত এলাকা থেকে বিএসএফ কর্তৃক অপহরণের ২০ দিন পর মঙ্গলবার দুপুরে খাকচাপাড়া সীমান্ত সংলগ্ন আড়াই রশিয়া পদ্মার নদীর তীর থেকে সাদ্দাম হোসেন বাবু (২২) নামে হাত পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বাবু হচ্ছে শিবগঞ্জ উপজেলার শিংনগর পন্ডিতপাড়া গ্রামের মোঃ মোর্তুজা হোসেনের ছেলে। তার পরিবারের অভিযোগ গত ৪ জানুয়ারী ভোরে শিংনগর সীমান্তের ৭০ নং সীমান্ত পিলারের কাছ দিয়ে গরু আনার সময় ভারতের দৌলতপুর সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা বাবুকে ধরে নিয়ে যায় এবং তাদের নির্যাতনেই বাবুর মৃত্যু হয়েছে। বিজিবি ৩৯ ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর মোঃ নজরুল ইসলাম জানান, নদী থেকে এক বাংলাদেশীর লাশ উদ্ধারের কথা তিনি শুনেছেন। বিষয়টি খোজ খবর নিয়ে দেখা হচ্ছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা আব্দুস সালাম জানান, সাদ্দাম হোসেন বাবুর লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তেরর জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। নিহত বাবুর পিতা মোর্তুজা হোসেনের অভিযোগ, গত ৪ জানুয়ারী ভোরে বাবু (২২) ভারত খেকে গরু আনার জন্য শিংনগর সীমান্ত এলাকায় গেলে ভারতের দৌলতপুর বিএসএফ ফাঁড়ির সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এসময় তার সাথে আরো কয়েকজন গরু ব্যাবসায়ী থাকলেও অন্যরা পালিয়ে আসে। এর পর থেকেই বাবুর কোন খোজ পাওয়া যাচ্ছিলোনা। অবশেষে নিখোজ থাকার ২০ দিন পর আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মনোহরপুর এলাকায় পদ্মা নদীতে বাবুর হাত পা বাঁধা লাশ ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী তার পরিবারকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা বাবুর লাশ উদ্ধার করে। তার শরীরে নির্যাতনের একাধিক চিন্থ রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। নিহতের চাচাতো ভাই আতিকুর রহমান জানান, বাবু নিখোঁজ হওয়ার পর পরই বিষয়টি বিজিবির স্থানীয় শিংনগর সীমান্ত ফাঁড়িতে জানানো হয়েছিলো। তবে বিজিবি মনাকষা সীমান্ত বিওপি’র কোম্পানী কমান্ডার আবুল হোসেন জানান, শিংনগর সীমান্তে বিএসএফ কর্তৃক সম্প্রতি কোন বাংলাদেশী  অপহণের কোন ঘটনা ঘটেনি। এমন কোন তথ্যও তাদের কাছে নেই। একই কথা বলেছেন দাপ্তরিক কাজে খাগছড়িতে অবস্থানরত চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহাঙ্গীর হোসেন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে জানান জানান, সম্প্রতি সময়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কোন বাংলাদেশী অপহরণ সংক্রান্ত কোন তথ্য তার কাছে নেই।
Ruby