রবিবার, ৮ জানুয়ারী, ২০১২

ক্রেতা শূণ্য: গোদাগাড়ীতে পাকা টমেটো ১ টাকা কেজি

বাঘা নিউজ ডটকম, সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি ঃ রাজশাহীর গোদাগাড়ীতে ১ টাকা কেজী দরে পাকা টমেটো বিক্রি হতে দেখা গেলেও ক্রেতা না থাকায় কৃষকরা মাথায় হাত দিয়ে বসেছে। দেশের সিংহভাগ টমেটো উৎপাদন হয় গোদাগাড়ী উপজেলায়। গাড়ীর ভাড়া বৃদ্ধি পাওয়ায় ও ভারত থেকে টমেটো আসায় গোদাগাড়ীতে টমেটো চাষীরা টমেটো বিক্রি করতে না পেরে টমেটো ক্ষেত থেকে টমেটো তোলা বন্ধ করে দিয়েছে। শত শত হেক্টর জমিতে টমেটো পেকে পচন ধরলেও ক্ষেত থেকে টমেটো তোলার কেউ নেই। টমেটো চাষীরা শ্রমিক দিয়ে ক্ষেত থেকে টমেটো তোলার পর বাজারে ক্রেতা না থাকায় শ্রমিকদের পারিশ্রমীক দিতে না পারায় ক্ষেত থেকে টমেটো তোলা বন্ধ করে দিয়েছে। গত ২-৩ দিন আগে যে সকল চাষীরা ক্ষেত থেকে চমেটো তুলেছিল তাদের টমেটো বিক্রি না হওয়ায় টমেটোতে পচন ধরার ফলে রাস্তার ধারে, ড্রেনে, পুকুরে হাজার হাজার মন টমেটো ফেলে দিতে দেখা গেছে। গত কাল উপজেলার বসন্তপুর, গোপালপুর, বিদিরপুর, বগদামারি, মাটিকাটা, লালবাগ, মহিশালবাড়ী বিভিন্ন এলকা ঘুরে দেখা যায় চাষীদের খোলানে লক্ষ লক্ষ টমেটো মজুদ রয়েছে। গত কাল পিরিজপুর গ্রামের কৃষক তরিকুল ইসলাম খুজরা এক ব্যবসায়ীর কাছে ২০ মন টমেটো ৮০০ টাকায় বিক্রি করেছে বটেই সেই টমেটো ক্রয় করে ক্রেতা পড়েছে বিপাকে। গোদাগাড়ী কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি শীত মৌসুমে গোদাগাড়ী উপজেলায় ৪ হাজর ৩শ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাইফুল আলম বলেন, টমেটো চাষের প্রথম দিকে ফলন কিছুটা কম দেখা গেলেও শেষের দিকে এসে টমেটোর বাম্পার ফলন হয়েছে। ঢাকা থেকে আসা একজন পাইকারী টমেটো ব্যবসায়ী মাসুম জানান, টমেটো ক্রয়ের পর ঢাকায় নিয়ে গিয়ে পরিবহণ খরচ পড়ছে কেজি প্রতি ৪ টাকা। বিক্রি হচ্ছে সাড়ে ৪ টাকা কেজি দরে। এতে করে গোদাগাড়ী থেকে টমেটো কিনে নিয়ে গিয়ে লাভতো দুরের কথা পরিবহণ খরচই উঠে না। কেল্লাবারুই পাড়া গ্রামের কৃষক আলম জানায়, ক্ষেতে প্রায় ৮০-৯০ মন পাকা টমেটো পড়ে আছে এমনকি পচন ধরতে শুরু করেছে। ক্রেতা না থাকায় ক্ষেত থেকে টমেটো উত্তোলন করছি না। বিগত বছর গুলোতে গোদাগাড়ী উপজেলায় প্রায় ১১-১২লক্ষ মেঃটন টমেটো উৎপাদন হয়। যার বিপরীতে প্রায় ৪শ কোটি টাকার উপরে টমেটোর বাণিজ্য হয়। গত ১৫বছর ধরে এই উপজেলায় শীতকালে ব্যপক হারে হাইব্রিট জাতের টমেটো চাষাবাদ হয়ে থাকলেও টমেটো সংরক্ষনের কোন ব্যবস্থা না থাকায় প্রতি বছর টমেটো চাষীরা ক্ষতির ব্যাপক শিকার হচ্ছে।
Ruby