রবিবার, ৮ জানুয়ারী, ২০১২

রাজশাহীর ইতিহাস পুরার্কীতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

বাঘা নিউজ ডটকম ঃ রাজশাহী সিটি কর্পোরেশনের ইতিহাস পুরার্কীতি, সংরক্ষণ ও পর্যটন উন্নয়ন স্থায়ী কমিটির এক সভা রোববার বিকেলে মাননীয় মেয়রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি আনসার আলী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহানগরীতে অবস্থিত পুরার্কীতিসমূহ যত দ্রুত সম্ভব সংস্কার ও সংরক্ষণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এর একটি তালিকা প্রনয়ণ করতে নির্দেশনা প্রদান করে বলেন, পুরার্কীতিসমূহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুরনো আদলেই সংরক্ষণ করতে হবে। সভায় সিটি মিউজিয়াম স্থাপন ও সেখানে ঐতিহাসিক দ্রব্যাদি সংগ্রহের লক্ষ্যে মহানগরীর সচেতন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে নাগরিক সমাবেশ করার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কমিটির পরামর্শক প্রফেসর রুহুল আমিন প্রামানিক, ফেরদৌস হাসান রানা, প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, সচিব কে. এম আব্দুস সালাম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Ruby