শনিবার, ৭ জানুয়ারী, ২০১২

মেধাবী ছাত্ররাই চিকিৎসা বিজ্ঞান পড়তে আসে- সিটি মেয়র লিটন

বাঘা নিউজ ডটকম ডেস্ক :: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, মেধাবী ছাত্ররাই চিকিৎসা বিজ্ঞান পড়তে আসে। তাঁরা পরীক্ষায় যোগ্যতা প্রমাণ দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। তোমাদের মেধা চর্চার  মাধ্যমে জ্ঞান অর্জন করে প্রকৃত ডাক্তার হতে হবে। রোগীর প্রতি সহমর্মিতা ও সহানুভূতি থাকতে হবে। শনিবার সকালে ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের ২০১১-১২ প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের  ক্লাস শুরু উপলক্ষে অরিয়েন্টেশন প্রোগ্রামে নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, একজন ডাক্তারকে হতে হবে মানবিক গুণাবলী সম্পন্ন। ডাক্তারের প্রতি মানুষের বিরূপ ধারণার পরিবর্তন ঘটাতে হবে। আমাদের দেশে অনেক ভাল ডাক্তার আছেন। তারপরও দেশের মানুষ চিকিৎসার জন্য বিদেশে চলে যাচ্ছেন। যা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। রোগীকে সেবার মাধ্যমে সুস্থ করে তুলতে হবে। এতে করে আল্লাহকে কাছে পাওয়া যাবে। শুধু অর্থ উপার্জনের জন্য চিকিৎসার মানসিকতা পরিহার করতে হবে।
প্রফেসর ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইস্কান্দার আলী, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফজলুর রহমান, ইসলামী ব্যাংক হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর প্রমুখ।
Ruby