শনিবার, ৭ জানুয়ারী, ২০১২

মাঝে মধ্যেই সড়ক দূর্ঘটনায় অসংখ্যজনের প্রানহানি বগুড়ার শেরপুরে স্প্রীডবেকারের দাবীতে স্থানীয় বিক্ষুদ্ধ এলাকাবাসীর মহাসড়কে অবরোধ


বাঘা নিউজ ডটকম, দীপক সরকার, বগুড়া :: বগুড়ার শেরপুরের কলেজ রোডে ঢাকা-বগুড়া মহাসড়কে স্প্রীড বেকারের দাবীতে গতকাল শনিবার বেলা আড়াইটায় মহাসড়কে কাঠের গুড়ি ফেলে অবরোধ করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। এতে প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরুদ্ধ হয়ে গেলে উভয়পাশের ৩ শতাধিক যানবাহন আটকে। পরে থানায় পুলিশের আশ্বাসের ফলে বিক্ষুদ্ধ অবরোধকারী তাদের অবরোধ তুলে নেয়।
 জানা গেছে, শেরপুর পৌরশহরের শ্রীরামপুর পাড়ার নছিরুদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম গত  শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কলেজ রোড ঢাকা-বগুড়া মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা একটি যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। জাহিদুল সহ এলাকার বিভিন্ন লোকজন এভাবে সড়ক দূঘটনায় মারা যাওয়ার ফলে এলাকাবাসীরা দীর্ঘদিনের দাবীকৃত ওই স্থানে স্প্রীড বেকার তৈরী করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানায়। সেই সুত্র ধরে গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে একই এলাকার শান্তি প্রিয় এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে মহাসড়কের উপরে কাঠের গুড়ি ফেলে অবরোধ করে স্প্রীডবেকারের দাবীতে বিক্ষোভ করতে থাকে। উক্ত বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, যুবলীগ নেতা এম এ হান্নান, বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বাংলাদেশের কমিউন্ষ্টি পার্টির শেরপুর উপজেলা নেতা হরিশংকর সাহা, মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, ছাত্রদলনেতা শফিকুল ইসলাম রিপন প্রমুখ।সভায় বক্তারা ও বিক্ষুদ্ধ জনতা মহাসড়কের ওই স্থানে স্প্রীডবেকার তৈরীতে  সড়ক ওজনপদ এবং প্রশাসনের প্রতি আগামী ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় এবং ওই সময়ের মধ্যে তাদের দাবী বাস্তবায়ন না হলে পুনরায় অবরোধ ও গাড়ি পুড়ে দেয়ার হুমকীও প্রদর্শন করেন। পরবর্তীতে শেরপুর থানা পুলিশের সেকেন্ড অফিসার মিজানুর রহমানের দেয়া আশ্বাসের ফলে বিক্ষুদ্ধ জনতা তাদের অবরোধ তুলে নেয়। প্রায় ৩০ মিনিট অবরোধের ফলে উভয়ে পার্শ্বে আটকে থাকা সেনা বাহিনীর গাড়িবহরসহ শত শত যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তাছাড়া মহাসড়কের ওই কলেজ রোড নামক স্থানের দুপার্শ্বে  প্রায় ৩টি সংযোগ সড়কসহ শেরপুর ডিগ্রী কলেজ, ডিজে হাইস্কুল, শেরউড প্রাঃ স্কুল সহ একাধিক প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ও বিভিন্ন পেশী মানুষেরা প্রতিনিয়ত চলাচল করে থাকেন।
 
Ruby