সুজয় কুমার বক্সী জয়, নড়াইল থেকেঃ নড়াইল আইনজীবি সমিতির কার্য নিবাহী পরিষদের নির্বাচন-২০১২ সোমবার ( ৩০ জানুয়রি)জেলা আইনজীবি ভবনে অনুষ্ঠিত হয়েছে। ১১ টি পদের মধ্যে মহাজোটের প্যানেল ৯টিতে নির্বাচিত হয়েছে। ২টি পদে চারদলীয় জোটের প্রার্থীরা নির্বাচিত হয়েছে। সভাপতি পদে মহাজোটের সাইফ হাফিজুর রহমান খোকন চারদলীয় জোটের প্রার্থী এ্যাডঃ ইকবাল হোসেন সিকদারকে ৮ ভোটে পরাজিত করেছেন। মহাজোটের সহ-সভাপতি পদে কাজী ওবায়দুর হক,সাঃ সম্পাদক পদে মহাজোটের হেমায়েতউল্লাহ হিরু,গ্রন্থাগার সম্পাদক পদে মোঃ ওয়ালিউর রহমান বিশ্বাস,আইন ও সমাজ কল্যান সম্পাদক পদে রোকেয়া বেগম (বিঃ প্রঃ নির্বাচিত), সদস্য পদে সুনিল কুমার বিশ্বাস, আঃ মোতালেব ভূইয়া. রাজিয়া সুলতানা,গৌরাঙ্গ কুমার ভট্টাচার্য নির্বাচিত হয়েছেন। চারদলীয় জোটের সহ-সম্পাদক পদে শেখ আব্দুল মান্নান ও সদস্য পদে মোঃ শরীফুল ইসলাম( টিটু) নির্বাচিত হয়েছেন।
