রবিবার, ৮ জানুয়ারী, ২০১২

রাজশাহীতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পর শুভ উদ্বোধন ও পুস্তক বিতরণ

বাঘা নিউজ ডটকম ঃ রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, সকল শিশুকেই নিজ সন্তানের মত করে শিক্ষা দিতে হবে। প্রতিটি শিশুই যেন শিক্ষায় মনোযোগী হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রোববার সকালে মন্দির ভিত্তিক শিশু  ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্প ২০১২ এর শুভ উদ্বোধন ও পুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত শিক্ষিকাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পুস্তকের অভাবে যেন কেউ শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে বই বিরতণ কর্মসূচি গ্রহণ করেছেন। এ জন্য ব্যয় হচ্ছে হাজার কোটি টাকা। জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে এটি একটি বিনিয়োগ। শিক্ষার সকল সুযোগ কাজে লাগানোর লক্ষে সরকার মসজিদ ও মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করেছেন। এই কার্যক্রমের মাধ্যমে শিশুদের স্কুলে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। যা শিশুকে শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে। মেয়র বলেন, এদেশের সকল ধর্মের মানুষ একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বসবাস করে। এ সম্পর্ক যাতে কেউ বিনষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এই অধিকার নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। রাজশাহী শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম আঞ্চলিক কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) দেওয়ান মোঃ আব্দুস সামাদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, কাউন্সিলর বিলকিস বানু, রাজশাহী শিল্প ও বণিক সমিতির প্রশাসক জিয়াউল হক টুকু, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিমল কুমার সরকার, সাবেক ট্রাস্টি অনিল কুমার সরকার ও এ্যাডভোকেট সন্তোষ কুমার তলাপাত্র। স্বাগত বক্তব্য রাখেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক স্বপন কুমার বড়–য়া।
Ruby