বাঘা নিউজ ডটকম: রাজশাহীর সম্ভাবনাময় তরুণদের এ্যাকটিভ সিটিজেন হিসেবে গড়ে উঠতে সহায়তা করার লক্ষ্যে সোমবার থেকে রাজশাহীতে শুরু হয়েছে ইয়ুথ লিডার্সশীপ ট্রেনিং কোর্স।
জ্ঞানচর্চা কেন্দ্র সিসিডি বাংলাদেশ এই প্রশিক্ষণ কোর্স আয়োজন করেছে। ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় এই প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ মিলতায়নে। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মিডিয়া ব্যক্তিত্ব জি এম মুরতুজা। এই প্রশিক্ষণে ৪১ জন উদ্যোমী ও সম্ভাবনাময় তরুণ অংশ নিচ্ছে।
প্রশিক্ষণ পরিচালনা করছে সিসিডি ও রেডিও পদ্মা’র কো-অর্ডিনেটর গোলাম রাব্বানী এবং এ্যাকটিভ সিটিজেন ফ্যাসিলিয়েটেটর আয়শা সিদ্দীকা অনু, হাসান রাজিব ও মোশারফ হোসেন। সহায়তায় রয়েছে সিসিডি’র অর্গানাইজার সাজ্জাদ কবির সতেজ ও মোহাম্মদ মাসুম । এই প্রশিক্ষণ কোর্সের মিডিয়া পার্টনার হচ্ছে দেশের প্রথম কমিউনিটি বেতার রেডিও পদ্মা (৯৯.২এফএম)।
জ্ঞানচর্চা কেন্দ্র সিসিডি বাংলাদেশ এই প্রশিক্ষণ কোর্স আয়োজন করেছে। ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় এই প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ মিলতায়নে। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মিডিয়া ব্যক্তিত্ব জি এম মুরতুজা। এই প্রশিক্ষণে ৪১ জন উদ্যোমী ও সম্ভাবনাময় তরুণ অংশ নিচ্ছে।
প্রশিক্ষণ পরিচালনা করছে সিসিডি ও রেডিও পদ্মা’র কো-অর্ডিনেটর গোলাম রাব্বানী এবং এ্যাকটিভ সিটিজেন ফ্যাসিলিয়েটেটর আয়শা সিদ্দীকা অনু, হাসান রাজিব ও মোশারফ হোসেন। সহায়তায় রয়েছে সিসিডি’র অর্গানাইজার সাজ্জাদ কবির সতেজ ও মোহাম্মদ মাসুম । এই প্রশিক্ষণ কোর্সের মিডিয়া পার্টনার হচ্ছে দেশের প্রথম কমিউনিটি বেতার রেডিও পদ্মা (৯৯.২এফএম)।
