শনিবার, ২৮ জানুয়ারী, ২০১২

নিয়ামতপুরে জাল টাকাসহ গ্রেফতার ১

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে জাল টাকাসহ এক যুবককে গ্রেফতার করেছে মুদি দোকানী। গ্রেফতারকৃতের নাম সেলিম আহমেদ (২৮)। তাকে শনিবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর মেলায়।
জানা গেছে, মেলার পূর্ব পার্শে পান ও বিড়ির দোকানদানে উপজেলার বোনগাঁ চান্দল গ্রামের আবুল কাশেমের পুত্র সেলিম (২৮) সিগারেট নিয়ে একটি ১০০টাকার নোট দিলে দোকানদার সেটিকে জাল মনে করে মেলার কমিটির হাতে তুলে দেয়। মেলার সাধারণ সম্পাদক ও গুজিশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুরুল আমিন রাতেই থানা পুলিশকে জানালে থানার এসআই হামিদুল হক সেখানে উপস্থিত হয় এবং তাকে তল¬¬াসি করে আরও ৯টি একই নম্বরের ১০০টাকার জাল নোট পায়। এ ব্যাপারে মেলার সাধারণ সম্পাদক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ সাফিউল আলম জানান, উপজেলার আইন শৃংখলা এখন খুব ভাল। তিনি আরও বলেন, আইন শৃংখলা ঠিক রাখার জন্য স্পেশাল ডিউটি ও বিভিন্ন মোড়ে গ্রাম পুলিশিং ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
Ruby