বুধবার, ২৫ জানুয়ারী, ২০১২

৫১ হাজার টাকা খুইয়ে অসহায় জীবন যাপন করছে মিরপুরের মোস্তাহার

বাঘা নিউজ ডটকম, সাইফুল ইসলাম রতন (মিরপুর) কুষ্টিয়া :: কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী পশ্চিমপাড়া গ্রামের মোস্তাহার আলী তার চিকিৎসার ৫১ হাজার টাকা খুইয়ে বর্তমানে অসহায় অবস্থায় জীবন যাপন করছে। জানা যায়, ৩ জানুয়ারি দর্শনা রেলগেটে মৈত্রী ট্রেনের ইঞ্জিনের সাথে বাসের সংঘর্ষে ২ জন নিহত এবং প্রায় ২৫ জন আহত হয়। সেই আহত যাত্রীদের মধ্যে মোস্তাহার আলী একজন আহত যাত্রী। এসময় মোস্তাহার আলীর সাথে কাতলামারী গ্রামের মৃত সামছুদ্দিনের ছেলে হাফিজুল,ছলেমানের ছেলে লিটন আলী, খন্দকার কাসেম আলীর ছেলে দুলাল ছিলেন। মোস্তাহার আলী যখন মারাত্মক আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সেই সময় হাফিজুল, লিটন ও দুলাল আহত মোস্তাহার আলীর চিকিৎসার জন্য জমানো ৫১ হাজার টাকা ও জামাকাপড় এবং ওষুধপত্র সহ ব্যাগটি ছিনিয়ে নেয়। আহত মোস্তাহার আলী দর্শনা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় হাফিজুল, লিটন ও দুলালকে মোবাইল ফোনে তার চিকিৎসার ৫১ হাজার টাকা ও ব্যাগের কথা জানতে চাইলে তারা বলেন, আমরা ব্যাগ পাইনি। ব্যাগটি দামুড়হুদা থানার এসআই ফারুক নিয়ে গেছে। মোসত্মাহার আলী  দামুড়হুদা থানার এসআই ফারুকের কাছে গেলে তিনি জানান, আমরা ব্যাগ পাইনি। এদিকে মোস্তাহার আলী বাড়ী ফিরে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের কাছে হাফিজুল, লিটন ও দুলালের বিরুদ্ধে ৫১ হাজার টাকাসহ ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ করলে স্থানীয় বিএনপি নেতা মকলেস খন্দকার মোস্তাহার আলীকে প্রাণনাসের হুমকি প্রদান করেন। বর্তমানে ক্যান্সারে আক্রান্ত মোস্তাহার আলী ৫১ হাজার টাকা খুইয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। উল্লেখ্য ঐ দিনই ভারতে চিকিৎসার জন্য দর্শনা চেকপোষ্টে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় আহত হয়।
Ruby