শনিবার, ২৮ জানুয়ারী, ২০১২

ধামইরহাটে বিএসডিও’র উদ্যোগে আদিবাসীদের মত বিনিময় সভা

আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) এর উদ্যোগে বিভিন্ন ধরনের ব্যবসায়ী ও আদিবাসীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ টায় ধামইরহাট শাখা কার্যালয়ে সভায় ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে আদিবাসীদের সম্পৃক্ততা বাড়ানো ও আদিবাসীদের উৎপাদিত পণ্যের ন্যায্য মুল্য প্রাপ্তি বিষয়ে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন আমাইতাড়া বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক বেলায়েত হোসেন। মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএসডিও ফিল্ড ফ্যাসিলিটেটর সনৎ কুমার সাহা। অন্যান্যের মধ্যে উমার ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব হোসেন, ডেন্টিস্ট আসলাম হোসেন, ব্যবসায়ী আকতার হোসেন, আদিবাসী নেতা কুরশিদ পাহান, বাঁশের তৈরী পণ্য উৎপাদনকারী আল বিরিকুশ মার্ডী, স্বপন হাঁসদা প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তাগণ আদিবাসীদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
Ruby