আল মাহামুদুল হাসান বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি :: এইচএসসি পরীক্ষার সময়সূচি সংশোধনের দাবিতে গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তায় মানববন্ধন করেছে এইচএসসি পরীক্ষার্থীরা।
মানববন্ধনে ঠাকুরগাঁও সরকারি কলেজ,মহিলাসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাজু বলে, এবার দুই পরীক্ষার মাঝে মাত্র এক দিন ব্যবধান রাখা হয়েছে। এই ব্যবধান আরও বাড়ানো হোক।
শিক্ষার্থীরা প্রায় ১ ঘন্টা ব্যাপি মানববন্ধন কমসূচি পালন পরে। তারা অবিলম্বে পরীক্ষার সময় সূচি পরিবর্তনের দাবি জানান। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করে।
ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ
আল মাহামুদুল হাসান বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি :: জাতীয় মজুরী কমিশন ঘোষনা ও বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে আজ বুধবার বেলা ১২ টায় বিক্ষোভ ও সমাবেশ করেছে ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিক কর্মচারিরা।
সকাল ১১টায় শ্রমিক কর্মচারিরা কারখানা এলাকায় বিক্ষোভ মিছিল করে । মিছিল টি কারখানা চত্বর থেকে শুরু হয়ে মিল ব্যবস্থাপনা পরিচালক কার্যালয়ে গেটে গিয়ে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, শ্রমিক নেতা জোবায়দুর রহমান, পরিমল কান্তি দাশ , সাইফুল আমিরুল ইসলাম, সাঈদ কুরাশি, প্রমুখ।
সভায় বক্তারা বলেন ৯ দফা দাবি মেনে নিতে সরকারের দৃষ্টি আকর্ষন করেন নেতারা।