মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১২

বাঘায় শত্র“তার শিকার পিয়াজ ক্ষেত

আমানুল হক আমান, নিজস্ব প্রতিবেদক :: পূর্ব শত্র“তার জের, শিকার পিয়াজ ক্ষেত। মানুষের সাথে শত্র“তা অথচ লবণ ছিটিয়ে দেড় বিঘা জমির রোপনকৃত পিয়াজ ক্ষেত নষ্ট করা হয়েছে। এমননি ঘটনা ঘটেছে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা পূর্বপাড়া গ্রামে। থানায় অভিযোগ হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাউসা পূর্বপাড়া গ্রামের আলহাজ্ব ওয়াজেদ আলী প্রাং এর ছেলে স্থানীয় কারিগরি স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম মাঠে দেড় বিঘা জমিতে চলতি মৌসুমে পিয়াজ রোপণ করেন। পূর্ব শত্র“তার কারনে গত শনিবার শত্র“তা করে বাউসা তেনাচুরা গ্রামের দেরাজ প্রাং এর ছেলে বাবু রাতের আধারে রোপণকৃত পিয়াজ ক্ষেতে লবণ ছিটিয়ে সমস্ত পিয়াজ নষ্ঠ করে দিয়েছে। গত রোববার বেলা সাড়ে ১১ টায় সরেজমিনে ওই জমির সমস্ত পিয়াজ নুয়ে পড়ে থাকতে দেখা যায়। এ সময় সাংবাদিকের পরিচয় পেয়ে জমির মালিক কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি এসময় বলেন, তার খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। আমি অনেক কষ্ট করে জমিতে পিয়াজ রোপন করি। কিন্তু আমার ক্ষেতের পিয়াজ শত্র“তা করে লবণ ছিটিয়ে নষ্ট করে দিয়েছে। এ ব্যাপারে জমির মালিক রেজাউল করিম বাদী হয়ে বাঘা থানায় অভিযোগ করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ হাশমী বলেন, অভিযোগ পেয়েছি। এক পুলিশ অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Ruby