সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১২

বর্তমান সরকার শিক্ষার ক্ষেত্রকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে -পানি সম্পদ মন্ত্রী

আল মাহামুদুল হাসান বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি :: পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি জাতি উন্নত করতে পারে না। বর্তমান সরকার জাতিকে শিক্ষিত করে তুলতে শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ের অবকাঠামো স্থাপন করে চলেছে। তিনি গতকাল রোববার সকালে ঠাকুরগাঁও আর,কে স্টেট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন এর উদ্বোধন,বার্ষিক পুরস্কার ও সাস্কৃতিক অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন। আর,কে স্টেট উচ্চ দিব্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি অধ্যাপক আমিনুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাঃ শহিদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার নাহিদুল ইসলাম,জেলা শিক্ষা অফিসার ফজলে আলম,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, আর,কে স্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপন প্রমুখ। 
বিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে মন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
Ruby