বুধবার, ২৮ মার্চ, ২০১২

ধ্রুপদী ধারার শিল্পী সানি জুবায়ের

বিনোদন ডেস্ক :: বিবিসির সাথে গান-গল্পে এবারের অতিথি ঢাকার গায়ক সানি জুবায়ের। তিনি একজন ক্ল্যাসিক্যাল ধারার গায়ক। গজল, গীত, ঠুমরী, রাগ-সহ ক্ল্যাসিক্যালের আরো বিভিন্ন ধারায় গান করছেন গত দেড় দশক ধরে।
ক্ল্যাসিক্যাল সঙ্গীতের উপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন ভারতের কুমায়ুন ইউনিভার্সিটি এবং পরবর্তীতে সুইডেনের রয়্যাল ইউনিভার্সিটি কলেজ অফ মিউজিক কম্পোজিশন থেকে।তবে তিনি ক্ল্যাসিক্যাল ধারার গানের পাশ পাশি বেশ কিছু মেলো রক, সফট রক,ব্যালাড ও মেলোডিক অ্যাকুস্টিক ধারার গানও করেছেন।তিনি একজন 'অর্কেস্ট্রা কন্ডাক্টার' । বেটোভেন তার অর্কেস্ট্রাল মিউজিকের সবচেয়ে বড় অনুপ্রেরণা বলে তিনি জানান। এছাড়াও তাঁর সামগ্রিক গান ও লিরিকে জীবনানন্দ দাশের ব্যাপক প্রভাব রয়েছে বলেও তিনি জানান।
Ruby