বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

রাজশাহীতে মৃদু ভূমিকম্প

মোঃ মাহ্ফুজুর রহমান, রাজশাহী প্রতিনিধি :: রাজশাহীতে গতকাল বুধবার ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৫টা ৪০ মিনিটে ১৩ সেকেন্ডে পর পর দু’বার এ ভূ-কম্পন অনুভূত হয় বলে বাংলানিউজ জানিয়েছে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ৫ সেকেন্ড। রাজশাহী আবহাওয়া অধিদফতর বিষয়টি জানালেও এর মাত্রা নির্ধারণ করতে পারেনি। পরে ঢাকা আবহাওয়া অধিদফতরের একটি সূত্র ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় তাৎণিকভাবে কোথাও কোনো য়তির খবর পাওয়া যায়নি। ঢাকা আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ সানাউল হক জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। তিনি আরও বলেন, ঢাকা থেকে উত্তর-পশ্চিমে নেপাল-ভারত সীমান্ত এলাকা ছিল এ ভূমিকম্পের উৎপত্তি স্থল। এদিকে ভোরে মহানগরী ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে ভূ-কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

Ruby