মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে এক পাষন্ড স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড

আব্বাস আলী, নওগাঁ সদর প্রতিনিধি :: নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামী আঃ সালামের যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাঃ মাহাতাব উদ্দীন জনাকীর্ন আদালতে এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামী হলোঃ জেলার সদর উপজেলার ভীমপুর গ্রামের মৃত কোকাই সরদারের পুত্র আঃ সালাম (৪০)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জেলার মান্দা উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের মৃত হবিবর রহমানের কন্যা তহমিনা খাতুন এর সাথে ২০ বছর পূর্বে নওগাঁ সদর উপজেলার ভীমপুর গ্রামের মৃত কোকাই সরদারের পুত্র আঃ সালামের সাথে বিয়ে হয়। তহমিনা খাতুন দু সন্তান জননি। কিন্তু বিয়ের পর থেকে স্বামী আঃ সালাম তাস জুয়া খেলে পৈত্রিক দেড় বিঘা জমি বিক্রয় করে শেষ করে। স্ত্রী নিষেধ করেও কোন লাভ হয় না। তাস জুয়া খেলা নিয়ে প্রায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকতো। গত ২০০৯ সালে ২ ডিসেম্বর রাত ২টার সময় স্বামী স্ত্রী ঝগড়ার এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রেখে সালাম পালিয়ে যায়। প্রতিবেশীরা তাকে আটকানোর চেষ্টা ব্যর্থ হয়। প্রতিবেশীরা এগিয়ে এসে মৃত অবস্থায় তহমিনা খাতুনকে উদ্ধার করে। পরদিন তার বাবার বাড়ীতে খবর দিলে নিহতের ভাই সাদেকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করে। মামলাটি বিচারের জন্য অত্র আদালতে এলে বিচারক উপরোক্ত রায় প্রদান করে। মামলাটি রাষ্ট্র পক্ষে পিপি শহীদুল ইসলাম বেলাল ও আসামী পক্ষে খোরশেদ আলম পরিচালনা করেন।#

নওগাঁয় ডাকাতি প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুট

আব্বাস আলী, নওগাঁ সদর প্রতিনিধি :: নওগাঁ সদর উপজেলার চকরামপুর গ্রামে কৃষক আব্দুল খালেকের বাড়িতে সোমবার দিবাগত গভীর রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। গভীর রাতে একদল সসস্ত্র ডাকাত বাড়িতে প্রবেশ করে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। জানা যায়, নওগাঁ শহরস্থ পৌরসভাধীন চকরামপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে আব্দুল খালেকের বাড়িতে ডাকাতরা প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ীর সবাইকে জিম্মি করে ৪ ভরি স্বর্ণের অলংকার, ২টি মোবাইল সেট ও আলমারী ভেঙ্গে নগদ ১,৫০,০০০/- টাকা ডাকাতরা লুট করে। এ বিষয়ে তাৎক্ষনিক নওগাঁ সদর মডেল থানায় পুুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুুতি চলছিল বলে জানা গেছে।#

নওগাঁর ধামইরহাটে উপভোগীদের মাঝে চেক বিতরণ

আব্বাস আলী, নওগাঁ সদর প্রতিনিধি ::  নওগাঁর ধামইরহাটে উপকারভোগীদের মাঝে ঘূর্ণায়মান তহবিল হস্তানÍর করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় ধামইরহাট বন বিট কর্মকর্তার কার্যালয়ে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ও আরণ্যক ফাউন্ডেশনের সহযোগিতায় ধামইরহাট শাল বনের জীব-বৈচিত্র সংরক্ষণ প্রকল্পের অধীনে ১১টি সমিতির মাঝে ৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা সমিতির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক, সাংবাদিক মোজাম্মেল হক, সাংবাদিক হারুন আল রশীদ, পদক্ষেপের টিএম লিডার সালেহ মোহাম্মদ মুসা, উপকারভোগী মেহেদী হাসান, পদক্ষেপের মোঃ জিয়া প্রমুখ। উল্লেখ্য অত্র উপজেলার শাল বনের জীব বৈচিত্র সংরক্ষণের লক্ষ্যে ১১টি সমিতির মাধ্যমে ৩শত ২২ জন উপকারীভোগি কাজ করছে।#



Ruby