বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

চট্টগ্রামের খবর এখানে>> ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রাম নগরে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাকের ধাক্কায় ৪৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটার দিকে খুলশী থানাধীন এলাকায় এ ঘটনায় ঘাতক  ট্রাককে আটক করতে পারেনি পুলিশ। নিহত বৃদ্ধের নাম শামসুল হক (৪৫) । সে  কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজারের বাসিন্দা বলে জানা গেছে। জানা গেছে, সকালে খুলশী থানাধীন ২ নম্বর গেটের আল ফালাহ গলির সামনে রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া গতিতে আসা ট্রাক শামসুলকে ধাক্কা দেয়। গুরুতর আহত  অবস্থায় পথচারীরা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত  শামসুলের দেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ট্রাক চালককে আটক করা যায়নি।  চট্টগ্রাম ব্যুরো, ২৯ মার্চ ২০১২

ফের ৩১০ কার্টন সিগারেট জব্দ
চট্টগ্রামে বিমান যোগে আসছে
বিদেশী সিগারেটের চালান 

জীবন কৃষ্ণদেবনাথ চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে একের পর বিদেশী সিগারেটের চালান আসছে। এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা কাস্টম কর্মকর্তাদের ফাঁকি দিয়ে আমদানি নিষিদ্ধ সিগারেটগুলো দেশে আনছে বলে অভিযোগ উঠেছে। চলতি সাপ্তাহে বেশ কিছু বিদেশী সিগারেট জব্দ করার পর গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগ আবারো দুবাই থেকে বিমানে আসা ৫ লাখ টাকা মূল্যের ৩১০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করে। এর আগে গত সোমবার রাতে নগরীর পতেঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে প্রায় সাতশ কার্টন বিদেশি সিগারেট রাখার দায়ে দুই পাকিস্তানিসহ পাঁচজনকে গ্রেফতার করেছিল। জানা গেছে, দুবাই থেকে বিমানে আসা সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ২৯৯ কার্টন বিদেশি সিগারেট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টায় এ ঘটনায় সিগারেট আনার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবাই থেকে ফ্লাই-দুবাই ইন্টারন্যাশনাল কোম্পানির একটি ফ্লাইট গতকাল  সোয়া ৭টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগ টিভি ও বিস্কুটের কার্টনের মধ্যে থাকা সিগারেট আটক করেন।চট্টগ্রাম কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগের সুপারিট্যানডেন্ট জাকির হোসেন বলেন, যে যাত্রী এ বিদেশি সিগারেট এনেছে-সেগুলো ছাড় করতে পারবেনা দেখে ফেলে চলে গেছে।  তবে বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুল ইসলাম জানান, দুবাই থেকে আসা ফ্লাই দুবাই বিমানের এক যাত্রীর ব্যাগ স্ক্যানিং করার সময় এসব সিগারেট ধরা পড়ে।তবে ওই যাত্রী সটকে পড়ায় তাকে গ্রেফতার করা যায়নি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান শুল্ক কর্মকর্তা। এর আগেও গত সোমবার রাতে নগরীর পতেঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে প্রায় সাতশ কার্টন বিদেশি সিগারেট রাখার দায়ে দুই পাকিস্তানিসহ পাঁচজনকে গ্রেফতার করেছিল। চট্টগ্রাম ব্যুরো, ২৯ মার্চ ২০১২




দেড় যুগ যাবৎ চাকরিচ্যুত
চট্টগ্রামে ডাককর্মীর
 মানবেতর জীবন যাপন


জীবন কৃষ্ণদেবনাথ চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে এক ডাককর্মী দীর্ঘ দেড় যুগ যাবৎ মানবেতরভাবে জীবন যাপন করেছেন। চট্টগ্রামের জেনারেল পোষ্ট অফিস কর্মরত ডাককর্মী অনুতোষ শর্মাকে কোন কারণ ছাড়াই অন্যান্যদের মত ১৯৯৪ সালে কর্তব্যরত অবস্থায় চাকুরিটি হঠাৎ বাতিল করা হয়। বাতিল হওয়া অন্যান্য সহযোগিরা এ ১৮ বছরের মধ্যে আবারো চাকুরিতে বহাল থাকার সৌভাগ্য জুটলেও  অনুতোষ শর্মা বঞ্চিত হয়েছে ওই সুযোগ থেকে। যার ফলে পরিবার পরিজন নিয়ে অতীব কষ্টে দিন অতিবাহিত করছেন।  দীর্ঘ ১৮ বছর যাবৎ উদ্বোধন মহলে ধর্না দিয়েও কোন প্রতিকার পায়নি বলে ডাককর্মীর অভিযোগ। ডাককর্মীর চাকুরি পুনর্বহালের বিষয়টি বাস্তবায়নের  ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নীরবতার কারণে বিলম্বের শিকারে পড়ায় চাকুরি ফিরে পাওয়া ও সংসারের জোগান দিতে তিনি হাফিয়ে উঠেছেন।
জানা গেছে, ডাককর্মী অনুতোষ শর্মাকে কোন কারণ দর্শানো ছাড়া চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিস (জিপিও) থেকে ১৯৯৪ সালে হঠাৎ চাকরিচ্যুত করা হয়। ওই চাকরিচ্যুত ডাককর্মীর পুনর্বহাল বিষয়ে সংস্থাপন  (বর্তমান জনপ্রশাসন) মন্ত্রণালয়সহ ডাক মন্ত্রণালয় থেকে ২০০৮ সালে ডাক মহাপরিচালক বরাবরে ৭/এস-৩/২০০৭/৫৬৬ নং এক সম্মতিপত্র জারি হয়। কিন্ত এ সম্মতিপত্র বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্টদের নীরবতার মাধ্যমে বিলম্বের শিকারে পড়ার কারণে মানবেতর দিন কাটাচ্ছেন উল্লেখ করে অনুতোষ শর্মা স্পিকারের কাছে আবেদনপত্র পাঠিয়েছেন। ওই বাস্তবায়ন  প্রক্রিয়ার কোনো প্রত্যক্ষ জবাবপত্র না পেয়ে এবং বাঁচার অধিকার চেয়ে গতবছরের  মে, জুন ও জুলাই মাসে অনুতোষ স্পিকার বরাবর চারবার রেজিস্ট্রিসহ ডাকযোগে এ আবেদনপত্র পাঠান। এ ব্যাপারে অনুতোষ শর্মা বলেন, ‘এ ধরনের অসহনীয় অবস্থার  ব্যাপারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে একটি চিঠির গত বছরের ৮ আগস্ট স্পিকার ও চট্টগ্রামের পোস্টমাস্টার জেনারেল বরাবর ডাকযোগে পাঠিয়েছি। তিনি ওই চরম বিলম্বের অবসান ঘটাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি  সুদৃষ্টি কামনা করেছেন।
Ruby