বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

নওগাঁর নিয়ামতপুরে মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

আব্বাস আলী, নওগাঁ সদর প্রতিনিধি :: নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের উমরইল উত্তর পাড়া গ্রাম থেকে প্রায় ৭৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। নিয়ামতপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গকতাল বুধবার সন্ধ্যায় এস,আই আব্দুল হামিদ ও নাইমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার পাঁড়ইল ইউনিয়নের উমরইল উত্তর পাড়া গ্রামে যায়। মৃত মনতাজ আলীর ছেলে মুক্তার হোসেনের (৩০) বাড়ীর পাশ্ববর্তী জঙ্গল থেকে বস্তায় মোড়ানো অবস্থায় মূর্তী উদ্ধার করে  থানা পুলিশ।
নিয়ামতপুর থানার ওসি (অপারেশন) সফিউল আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি তবে আইনি ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
মান্দা সার্কেলের সিনিয়র এ.এস.পি শরিফ উদ্দীন খবর পেয়ে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি পরিদর্শণ করেন।
Ruby