বুধবার, ৭ মার্চ, ২০১২

চট্টগ্রামের খবর পড়তে এখানে ক্লিক করুন

খালি হবে চট্টগ্রাম দেখা হবে ঢাকায় ১২ মার্চ
                                                           ==== আমীর খসরু

জীবন কৃষ্ণদেবনাথ চট্টগ্রাম ব্যুরো :: নির্দলীয় ও নিরপক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে ১২ই মার্চ চলো চলো ঢাকা চলো, কর্মসূচির সমর্থনে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা বিএনপি’র উদ্যেগে মঙ্গলবার বিকালে দেওয়ানহাট চত্ত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও নগর বিএনপি’র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই ফ্যাসীবাদী, স্বৈরাচারী ও বাকশালী সরকারকে বিদায় করতে হলে চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে ১২ই মার্চ ঢাকায় যেতে হবে এবং নেতাকর্মীদের উৎসাহিত করার জন্য তিনি নিজ কণ্ঠে স্লোগানে বলেন, “চলো চলো ঢাকায় চলে চট্টগ্রাম খালি কর”। খসরু বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ডাক দিয়ে মুক্তিযুদ্ধাদেরকে উৎসাহিত করেছিল এবং পাকিস্তানি হানাদার বাহিনিরা বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। ঠিক তেমনি চট্টগ্রাম মানুষের গণজোয়ারের মধ্য দিয়ে ঢাকা চলো কর্মসূচি সফল করে এই সরকারের পতন ঘটাতে হবে। থানা বিএনপি’র সভাপতি এসএম সাইফুল আলমের সাভাপতিত্বে বিশেষ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন, নগর বিএনপি নেতা আলহাজ্ব এম,এ আজিজ, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী বেলাল, নগর ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক শামসুল আলম, নগর মহিলাদলের সভানেত্রী কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদিকা জেলি চৌধুরী প্রমুখ।
পরে আমীর খসরুর নেতৃত্বে একটি বিশাল আনন্দ র‌্যালী দেওয়ান হাট সংলগ্ন বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কদমতলী মোড়ে গিয়ে শেষ হয়।


চট্টগ্রামে ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বৈজ্ঞানিক সম্মেলন
নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে নীতি মালা প্রয়োজন
জীবন কৃষ্ণদেবনাথ চট্টগ্রাম ব্যুরো :: পরিকল্পনা কমিশনের সদস্য প্রফেসর ড. শামসুল আলম বলেছেন, ”নিরাপদ খাদ্য বা ঝধভব ঋড়ড়ফ মানবজাতি’র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য ও পুষ্টি বিজ্ঞানী, প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসাবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং সমাজকর্মীদের সমন্বিত প্রচেষ্টা থাকা প্রয়োজন।" চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত দুইদিনব্যাপী ৯ম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে একটি সময়োপযোগী নীতিমালা থাকা জরুরী। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দুইদিনব্যাপী ৯ম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন আজ ৭ মার্চ’১২ সকাল ৯ টায় চট্টগ্রামস্থ হোটেল আগ্রাবাদে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এস. মাহফুজুল বারি।সম্মেলনের উদ্বোধীন অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মুহিবুর রহমান ও প্রফেসর ড. মোহাম্মদ মোহাব্বত খান, ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (ঋঅঙ) এর বাংলাদেশ প্রতিনিধি উৎ. উড়সরহরয়ঁব ঋবৎহধহফ ইঁৎমবড়হ এবং কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ এর সভাপতি ও সিভাসু’র প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. নীতীশ চন্দ্র দেবনাথ। সম্মেলনে এবারের প্রতিপাদ্যঃ “ঋড়ড়ফ ঝধভবঃু রহ ইধহমষধফবংয: ওংংঁবং ্ ঈযধষষবহমবং”। পূর্ববর্তী বছরের ধারাবাহিকতায় এবারও সম্মেলনে ডেনমার্ক, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশের গবেষক ও বিজ্ঞানীবৃন্দ তাঁদের গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করবেন। এই সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সরকারী ও বেসরকারী সংস্থার প্রায় ২০০ জন বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, পরিবেশবিদ, পেশাজীবী, এনজিও কর্মী, উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করছেন।  দুইদিনের সম্মেলনে মোট ০৫টি টেকনিক্যাল সেশনে ০২টি মূল প্রবন্ধ এবং ৪১টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। সম্মেলনে বিষয়সংশ্লিষ্ট ১৮টি পোস্টার প্রদর্শন করা হয়। মূল প্রবন্ধ দুইটির মধ্যে একটি ‘ঋড়ড়ফ অফঁষঃবৎধঃরড়হ ্ চঁনষরপ ঐবধষঃয ওংংঁবং রহ ইধহমষধফবংয’ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড রুরাল ইন্ডাষ্ট্রিজ বিভাগের প্রফেসর ড. মোঃ শামসুদ্দিন। অপর মূল প্রবন্ধ ‘ঋড়ড়ফ ঝধভবঃু রহ ইধহমষধফবংয: গববঃরহম ঃযব ঈযধষষবহমবং’ এটি উপস্থাপন করেন,  ঋঅঙ এর চিফ টেকনিক্যাল এডভাইজর গৎ. উবড়হ গধযড়হবু. প্রফেসর ড. মোঃ শামসুদ্দিন তাঁর মূল প্রবন্ধে বলেন, বর্তমানে বাংলাদেশে খাদ্যে ভেজাল মেশানোর যে প্রবণতা দেখা যাচ্ছে তা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। খাদ্যে বিভিন্ন ক্ষতিকারক উপাদান মিশিয়ে বাজারজাত করার বিরুদ্ধে দেশে আইন প্রচলিত আছে; কিন্তু এগুলোর সঠিক বাস্তবায়ন নেই। প্রচলিত আইন বাস্তবায়নের পাশাপাশি এটিকে সময়োপযোগী করে প্রয়োজনীয় পরিমার্জন করা দরকার। বিশেষ করে পিওর ফুড এ্যাক্ট বাস্তবায়ন করা গেলে ভেজালকরণের প্রবণতা কমে আসবে। তিনি আরো বলেন, যারা খাদ্যে ভেজালকরণের প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। ভেজাল নির্মুলের লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। গৎ. উবড়হ গধযড়হবু তাঁর মূল প্রবন্ধে বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণনে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান’কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।  বৈজ্ঞানিক সম্মেলনের ১ম দিনে মোট ১৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। আজ সমাপনী অনুষ্ঠান সম্মেলনের ২য় ও শেষ দিনে অর্থাৎ ৮ মার্চ সন্ধ্যা ৬.৩০ মিনিটে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রাণ গোপাল দত্ত। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এস. মাহফুজুল বারি।
চট্টগ্রামে দুদকের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার - ১
চট্টগ্রাম ব্যুরো ঃ চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নাম ভাঙিয়ে কর কর্মকর্তাকে ভয়ভীতি দেখানো এবং টাকা আদায়ের অভিযোগে রফিক আহমেদ (৫০) নামে একব্যক্তি করেছে ডবলমুরিং থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরীর আগ্রাবাদে দুর্নীতি দমন কমিশনের কার্যালয় থেকে ডবলমুরিং থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে এ প্রতিনিধিকে জানান। গ্রেপ্তার কৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম অঞ্চলের কর কর্মকর্তা ইমতিয়াকুল হক বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি প্রতারণার মামলার দায়ের করেছেন। উক্ত মামলায় গ্রেপ্তার কৃতকে চট্টগ্রাম দুদক কার্যলয়ে উপ-পরিচালক সৈয়দ ইলবাল হোসেন জানান রফিক আমাদের দুদক এর নাম ভাঙ্গিয়ে টেলিফোনে ভয়বীতি দেখিয়ে কর কর্মকর্তার কাছে টাকা দাবি করেন। আমরা বিষয়টি জেনে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি। অপরদিকে পুলিশ জানায় রফিক কর্মকর্তা ইশতিয়াকুল হককে ফোন করে তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ রয়েছে দুদকে এবং তা থেকে রেহাই পেতে হলে মোটা অংকের তার কাছে দাবি করা হয় । মঙ্গলবার দুপুরে ইকয়াকুল ,রফিক ও প্রতারক সিরাজুল মনির টাকা নিতে এসে  ঘঁনাস্থলে রফিক ধরা পড়লে ও ভূয়া সাংবাদিক সিরাজুল মনির পালিয়ে যায় বলে রফিক জানান। 
চট্টগ্রামে রাউজানে মোমবাতির আগুনে পুড়ে গেছে বসত ঘর ক্ষয়ক্ষতি ৫লক্ষ টাকা
চট্টগ্রাম ব্যুরো ঃ চট্টগ্রামের রাউজানে একটি বসতঘরে বুধবার সকালে রান্নাঘরে মোমবাতির আগুন থেকে আগুন লেগে পুড়ে গেছে ২টি বসত ঘর । আমাদের রাউজান প্রতিনিধি জানান দুপুর ১২টা নাগাদ রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মরিচা বাড়িতে এ আগুনে সূত্রপাত ঘটে। র্দীঘ ৩ ঘন্টা ব্যাপি আগুনে পুড়ে যায় মিলন মানিকের ২টি বসত ঘর। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় ঘরের ভেতর থাকা মূল্যবান জিনিজপত্র নগদ টাকা সোনা গয়না সহ প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে এতে ৫ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্থরা জানান।

চট্টগ্রামে ছিনতাইয়ের শিকার হল গার্মেন্টসকর্মী ছিনতাইকারী গ্রেপ্তার-১

চট্টগ্রাম ব্যুরো :: অভিনব কায়দায় মঙ্গলবার রাতে ছিনতাই কালে গার্মেন্টেস কর্মী শারমিন আক্তার ঝাপটে ধরেছেন এক ছিনতাই কারীকে । ঘটনা বিবরনে জানা যায় চট্টগ্রামে খুলশী থানার ইস্পাহানি গেইট এলাকায় মঙ্গলবার রাত ১০ টার দিকে গার্মেন্টস কর্মী শারমিন বাসায় যাওয়ার পথে ৩ ছিনতাই কারী তার গতিরোধ করে হাত থেকে ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা কালে শারমিনের আত্ম চিৎকারে স্থানীয় লোকজন ঘঁনাস্থলে ছুড়ে এলে লোকজন ও শারমিন ছিনতাই কারীদের ঝাপটে ধরে পেলে। ছিনতাইকারীর নাম ইমাম হাসান এ ব্যাপারে খুলশী থানার সহকারী উপপরিদর্শক বলেন ইমাম হাসানকে ছিনতাই মামলায় আটক করে আদালতে চালান দেওয়া হয়েছে।
Ruby