শুক্রবার, ৬ এপ্রিল, ২০১২

চারঘাট পৌরসভার রাস্তার বেহাল দশা, জনগনের চড়ম র্দূভোগ

মিজানুর রহমান বিপ্লব, চারঘাট (রাজশাহী ) প্রতিনিধি :: রাজশাহীর চারঘাট পৌরসভার কয়েকটি পাকা রাস্তার বর্তমানে বেহাল দশা, জনগনের চড়ম র্দুভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, চারঘাট পৌরসভা সদরে অতি গুরুত্বপূর্ন পাকা রাস্তা চারঘাট বাজার চৌ- রাস্তা থেকে  চারঘাট থানা পর্যন্ত  প্রায় ১ কিঃ মিঃ পাকা রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল দশা হয়ে রয়েছে। কর্তৃৃপক্ষ নিরব ভূমিকা পালন করছে এলাকা বাসী অভিযোগ জানান। অপর দিকে চারঘাট মেডিক্যাল মোড় থেকে হাজির ঢালান মিরগঞ্জ পর্যন্ত ১০ কিঃমিঃ রাস্তার পাথর উঠে গিয়ে বিভিন্ন স্থানে বড় র্গত হয়ে সব ধরনের যানবাহন সহ জনগনের চলাচলের চড়ম অসুবিধা হয়ে পড়েছে। এলাকবাসীর অভিযোগে জানান, নিন্ম মানের সামগ্রী ও ঠিকাদারের দুর্নিতী ও অনিয়মের কারনে রাস্তা মেরামত করার কিছুদিনের মধ্যেই আবার পাথর উঠে আগের অবস্থায় হয়ে পড়ে। এই রাস্তা দিয়ে ট্রাক,বাস, মিশুক, টেম্পু সহ বিভিন্ন যানবাহন বাঘা,ঈশ্বরদী,পাবনা সহ বিভিন্ন স্থানে প্রতিনিয়তয় ২৪ ঘন্টা যানবাহন চলাচল করে সেই রাস্তাটি নষ্ট হয়ে পড়েছে এতদিন হতে চললো কিন্তু কোন ব্যবস্থা এখনও গ্রহন করা হয়নী। অবিলম্বে রাস্তা নির্মানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছে।


Ruby