শনিবার, ৭ এপ্রিল, ২০১২

মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগে বাঘায় বিএনপির সংবাদ সম্মেলন


প্রেস সংবাদ :: বিএনপির নেতা কর্মীদের জড়িয়ে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ করেছেন বাঘা উপজেলা বিএনপির নের্তৃবৃন্দ। গতকাল শনিবার বিকেলে বাঘা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ কালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এ অভিযোগ করে বলেন, কোন ঘটনা ছাড়ায় মিথ্যা মামরায় জড়িয়ে বিএনপির নেতা কর্মীদের অহেতুক হয়রানি করছেন ক্ষমতাশীন দলের কতিপয় নেতা কর্মীরা। 
গত ২১ মার্চ কোন ঘটনা ছাড়ায় মিথ্যা ইস্যু তৈরী করে বাঘা উপজেলা বিএনপি সভাপতি ও তার দুই ভাই সহ ১১ জন দলীয় নেতাকর্মীর নামে ৩  এপ্রিল একটি মিথ্যা মামলা করেছেন উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক রেজাউল হক।  তিনি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আরো বলেন, এর আগেও বাঘা থানা পুলিশ ক্ষমতাশীন দলের নেতাদের ইঙ্গিতে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহবাজ আলীকে পর-পর দুটি চুরি মামলায় জড়িয়েছেন। এ প্রসঙ্গে তিনি ক্ষমতার অপব্যবহার না করে উর্ধতন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ঠ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কোন দলের না হয়ে বিরোধী দলীয় লোকজন সহ-সাধারণ মানুষ কে শান্তিতে থাকার নিমিত্বে নিরপেক্ষ ভূমিকা রেখে প্রকৃত অন্যায়ের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগের আহবান জানান। সংবাদ সম্মেলনে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন,  গনতান্ত্রিক দেশে রাজনীতি সহ স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা রয়েছে সকল জনগণের। ফলে রাজনৈতিক ভাবে মিথ্যা মামলায় জড়িয়ে অযথা কাউকে হয়রানী না করে শান্তি শৃঙ্খলার সাথে রাজনীতি করার সুযোগ দেবেন। সংবাদ সম্মেলনে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদক, উপজেলা জাসাস সভাপতি ও সম্পাদক, পৌর যুবদলের সভাপতি সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ। #

Ruby