শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১২

চারঘাটে আড়াই বিঘা জমির ৩৮ টি আম গাছ কেটে ফেলেছে দুর্বিত্তরা

চারঘাট প্রতিনিধি :: রাজশাহীর চারঘাটে আবারোও সন্ত্রাসী কায়দায় এক ইউপি সদস্যের আড়াই বিঘা জমিতে ৩৮ টি আম গাছ রাতের অন্ধকারে কেটে ফেলেছে দুর্বিত্তরা।  এ ব্যাপারে বাগান মালিক মান্নান সরকার গতকাল বৃহস্পতিবার চারঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছে। জানা গেছে, বুধবার গভীর রাতে চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মান্নান সরকারের বাকড়া মৌজার আড়াই বিঘা জমির উপর ৫ বছর বয়সের ৩৮ টি লকèা আম গাছ  সব গুলোই করত দিয়ে কেটে ফেলেছে দুর্বিত্তরা। ঘটনা স্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়। প্রতিটি আম গাছে প্রায় ১ মন করে আম ধরা সবগুলোই গাছের গুরা থেকে করত দিয়ে কেটে ফেলে রাখা হয়েছে। স্থানীয় অনেক জনতা আম বাগানে গিয়ে ভির জমাচ্ছে গাছ কাটা দেখার জন্য। স্থানীয় সাহাবুল,আমিনুল মাষ্টার,মকছেদ, আজিজল সহ অনেকে জানান, ঘটনাটি খুবই দুঃখ জনক। কে বা কাহারা শত্র“তা বসত ইউপি মেম্বারের ৩৮ টি গাছ কাটতে পারে। ঘটনার সহিত প্রকৃত দোষী ব্যক্তিদের  অবিলম্বে গ্রেফতার করা হক। এ ব্যাপারে বাগান মালিক মান্নান সরকার জানান,’’ আমার সঙ্গে কাহারোও কোন শত্র“তা নেই । এলাকার কিছু প্রভাবশালী মহলের যোগসাজসে প্রতিহিংসা মূলক ৩৮টি লকèা গাছের সব গুলোই কেটে ফেলেছে কে বা কাহারা। প্রায় ৫০ লক্ষ টাকা ক্ষতি গ্রস্থ হয়েছে।  যাহারা এই ঘটনার সহিত জড়িত তাদের কঠোর শাস্তির দাবী জানান। এ ব্যাপারে  চারঘাট থানার অফিসার ইনর্চাজ ওসি আব্দুর রাজ্জাক খান জানান, মামলা দায়ের হয়েছে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



চারঘাটে পোটাল এর ৪দিন ব্যাপী প্রশিক্ষন সমাপনী

চারঘাট প্রতিনিধিঃ বাংলাদেশ ডিজিটাল গড়ার লক্ষ্যে পোটাল আয়োজনে ৪ দিন ব্যাপী তথ্য সেবা সমাপনী প্রশিক্ষন গতকাল বৃহস্পতিবার চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্সি মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে তথ্য সেবা প্রশিক্ষনে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলার ৬টি ইউনয়নের চেয়ারম্যান গন, সচিব গন , সরকারী কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন উদক্তাগন ।
Ruby