রবিবার, ৮ এপ্রিল, ২০১২

চারঘাট কুঠিপাড়া বালু ঘাটে অবৈধ্য বালু পাচারে বাধা দিতে গিয়ে জনতা ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্লা ধাওয়া, বালু বোঝায় ৮ টি ট্রাক আটক

মিজানুর রহমান বিপ্লব, চারঘাট(রাজশাহী) প্রতিনিধি :: রাজশাহীর চারঘাট উপজেলার কুঠিপাড়া গ্রামে বালুঘাটে অবৈধ্যভাবে বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে জনতা ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্লা ধাওয়া ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা পুলিশ বালু ঘাট থেকে বালু বোঝায় ৮টি ট্রাক আটক করেছে। চারঘাট থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সরকারী ভাবে বালু উত্তোলন নিষেধ থাকা স্বত্তেও গতকাল রোববার সকাল ৬ টায় দিকে উপজেলার কুঠিপাড়া বালু ঘাটে বালু ঘাটের লোকজন বালু উত্তোলন করে ট্রাক ভর্তি করতে থাকে । এদিকে চারঘাট থানা পুলিশ খবর পেয়ে চারঘাট থানার ইনর্চাজ (ওসি) আব্দুল রাজ্জাক সঙ্গিয় র্ফোস নিয়ে কঠিপাড়া বালু ঘাটে গিয়ে বালু উত্তোলন করতে নিষেধ করে। বালু উত্তোলনে নিষেধ করায় পুলিশের সঙ্গে বালু ঘাটের লোকজনের কথা কাটা শুরু হলে জনতা উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং উভয়ের মধ্যে ধাওয়া পাল্লা ধাওয়া শুরু হয়। পুলিশের বাধার মুখে জনতা পালিয়ে যায়। পুলিশ ঘটনা স্থল থেকে বালূবোঝায় ৮টি ট্রাক আটক করে থানায় নিয়ে আসে। ঘটনা স্থল উপজেলা নির্বাহী অফিসার মুন্সি মোঃ মনিরুজ্জামান পরিদর্শন করেন। স্থানীয় ওলি হোসেন, মনিরুল, বিপ্লব  ও পৌর কাউন্সিলর রফেজুল ইসলাম জানান, স্থানীয় শামিম সরকার এর নেতৃত্তে  কুঠিপাড়া বালুঘাটের ২০/৩০জন পুলিশ সদস্যদের সহিত তর্কে জড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সরকারী আদেশে বালুঘাট বন্ধ রয়েছে কিন্তু কুঠিপাড়া বালুঘাটে অবৈধ্যভাবে বাল উত্তোলন করায় এমন ঘটনা ঘটছে। এ ব্যাপারে চারঘাট থানার ইনর্চাজ (ওসি) আব্দুল রাজ্জাক খান জানান, দীর্ঘদিন থেকে সরকারের নির্দেশে সকল বালু ঘাটে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। সরকারী আদেশ অমান্য করে কুঠিপাড়া ঘাটের লোকজন বালু উত্তোলন করছে সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা ঘটনা স্থলে গিয়ে বালু উত্তোলনে নিষেধ করলে সেখানকার লোক জন্য পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। ঘটনা স্থলথেকে বালু বোঝায় ৮টি ট্রাক উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।
Ruby