শনিবার, ২৮ জানুয়ারী, ২০১২

সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশনের প্লাটফর্ম দিন দিন দখলে নিচ্ছে প্রভাবশালীরা

আবুল কালাম আজাদ বাবু,গাবতলী (বগুড়া) থেকেঃ সুখানপুকুর সৈয়দ আহম্মদ কলেজ রেল ষ্টেশনের প্লাটফর্মের জায়গা দিন দিন অসাধু মহল দখল করে নিচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ এসব মহলের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বেড়েই চলছে দখলদারদের সংখ্যা।
    খোঁজ নিয়ে জানা গেছে, সুখানপুকুর সৈয়দ আহম্মদ কলেজ রেল ষ্টেশনে কলেজ হাট নামের একটি হাট থাকায়, হাটে আগত ব্যবসায়ীদের মালামাল ট্রেনে উঠানো-নামানোর সুবিধার্থে প্রায়  দেড় যুগ পূর্বে প্লাটফর্ম উচুঁ করা হয়। এরপর প্লাটফর্মে প্রথমে ২-৩ টি দোকান ঘড় থাকলেও বর্তমানে দোকান ঘরের সংখ্যা প্রায় ২০টির অধিক। যা দিন দিন আরও বাড়ছে। ফলে ট্রেনের চলাচল করা যাত্রী ও ব্যবসায়ীদের ব্যাপক অসুবিধায় পড়তে হচ্ছে। রেলওয়ে প্লাটফর্মের উপর ২টির বেশী দোকান ঘড় থাকার নিয়ম না থাকলেও সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্লাটফর্মে নতুন নতুন দোকান ঘড় নির্মান করে যাচ্ছে অসাধু দখলদার’রা। ট্রেনের চলাচল করা যাত্রীদের ভাষায় রেলওয়ে কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই প্লাটফর্মের অসাধু দখলদাররা দিন দিন দোকান ঘড় নির্মান করে দখল করে চলছে। এমনিক স্থানীয় কিছু অসাধু প্রভাবশালী ব্যাক্তি রেলওয়ে প্লাটফর্মের জায়গা দখল করে দোকান ব্যবসায়ীদের নিকট বিক্রি করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ আমলে না নিলে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।
Ruby