সোমবার, ৯ জানুয়ারী, ২০১২

বগুড়ায় আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে চাষীদের মানববন্ধন বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান


বাঘা নিউজ ডটকম, প্রদীপ মোহন্ত, বগুড়া :: আলুর নায্যমূল্য নিশ্চিত করার দাবিতে গতকাল রবিবার সকালে বগুড়ায় আলু চাষীরা মানববন্ধন কর্মসূচি পালন বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে।শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মানববন্ধন ও বিক্ষোভ শেষে এক সমাবেশ বেসরকারি সংস্থা পেস্ড এর নির্বাহী পরিচালক মাহফুজ আরা মিভার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা চাষ করা আলু দীর্ঘ মেয়াদে কোল্ড ষ্টোরেজে সংরক্ষণ, আলুর চাহিদা ও ঘাটতি সম্পর্কে কৃষকদের সচেতন করে রপ্তানি বৃদ্ধির দাবি তোলেন। সেই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ে আলু চাষীদের তালিকা সংরক্ষণ ও চাহিদা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ জমি আলু চাষের আওতাভুক্ত করে ভুর্তকির মাধ্যমে সরকারের সরাসরি আলু ক্রয় করার দাবি জানান। এছাড়া উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে আলুর মূল্য নির্ধারণ করা ও কোল্ড ষ্টোরেজে ভাড়া নির্ধারণ এবং ষ্টোরেজে সংরক্ষিত আলু নষ্ট হলে ক্ষতিপূরণের ব্যবস্থা করার সুপারিশ বাস্তবায়নের দাবি জানান।

পরে তারা বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এ সময় বক্তব্য রাখেন আলোর পথে নামের বেসরকারি সংস্থার কর্মকর্তা রফিকুল ইসলাম, অনাস‘র নাজমা আক্তার, আলু চাষীদের মধ্যে গাবতলীর মোবারক আলী দুলু ফাঁপোরের হোসনে আরা ও হেলেনা খাতুন । (সূত্র-বিজয় নিউজ ২৪ ডটকম)
Ruby