শনিবার, ২৮ জানুয়ারী, ২০১২

রাজশাহীতে নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত

ডটকমঃ রাজশাহীর মহানগরীর স্বপ্নিল কমিউনিটি সেন্টারে জেলা পর্যায়ে নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী-২০১২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।
এ সময় তিনি বলেন, ঢাকার তুলনায় আমরা পিছিয়ে থাকলেও প্রচেষ্টা অব্যাহত রাখলে সাফল্য অনিবার্য। কাক্সিক্ষত উন্নয়নের জন্য নারীদের সকল কর্মকান্ডে অংশগ্রহণ প্রয়োজন। এ বিষয়ে তিনি বেগম রোকেয়াসহ বিভিন্ন নারীর কৃতিত্ব তুলে ধরেন। তিনি নারীদের উন্নয়নের বিষয়ে মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন ও তাঁর পতœী শাহীন আক্তার রেনীর কর্মতৎপরতার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্যানেল মেয়র পৌষ পার্বণ‘ পিঠা উৎসব- ২০১২ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ডিস্ট্রিক্ট উইমেন বিজনেস ফোরাম, রাজশাহী এ প্রদর্শনী ও পুরস্কার বিতরণের আয়োজন করে।
ফোরামের সভাপতি রোজেটি নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক জয়তুনা খাতুন, ধান গবেষণা ইনষ্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোজাম্মেল হক। 
Ruby