বুধবার, ২৫ জানুয়ারী, ২০১২

জেলার আইন প্রয়োগকারী সংস্থার সাথে লাইট হাউস ডিআইসি’র মত বিনিময় সভা

বাঘা নিউজ ডটকম, আইএনএস ॥ লাইট হাউস পাবনা ডি আইসি’র উদ্যোগে জেলার আইন প্রয়োগকারী সংস্থার সাথে এইচ আইভি/এইডস ও এসটি আই প্রতিরোধ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় পাবনা সদর থানার সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, ডিআইসি পাবনার ম্যানেজার কলিমউদ্দিন চৌধুরী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা সিভিল সার্জন ডাঃ গাজিউল আলম হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আনসার কমান্ডেন্ট হামিদুর রহমান, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার পারভেজ আক্তার হোসেন, পৌর কাউন্সিলর সাহানা খাতুন । সভায় প্রধান অতিথি পাবনা সিভিল সার্জন ডাঃ গাজিউল আলম হক এইচ আইভি এইডস প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। সেই সাথে তিনি পাবনায় এক্সপান্ডিং এইচ আইভি প্রিভেশন ইন বাংলাদেশ প্রকল্পের ডিআইসি কার্যক্রমে প্রশংসা করেন। সভায়  পাববনা থানার বিভিন্ন থানার কর্মরত পুলিশ সদস্য ও লাইট হাইসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে ডিআইসি ম্যানেজার কলিম উদ্দিন চৌধুরী জেলার ৩২৪ জন এমএস, ৪২৩ জন এমএস ডব্লিউ ও ১০জন হিজড়াকে সেবাদানের দাবী করেন।
Ruby