বুধবার, ২৫ জানুয়ারী, ২০১২

গোপালগঞ্জে বাস ভাড়াকে কেন্দ্র করে চালককে মারধরের প্রতিবাদে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া-বাঁশবাড়িয়া সড়কে বাস চলাচল বন্ধ

বাঘা নিউজ ডটকম, বাদল সাহা, গোপালগঞ্জ :: গোপালগঞ্জে বাস ভাড়াকে কেন্দ্র করে বাসের চালককে মারধরের প্রতিবাদে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া-বাঁশবাড়িয়া সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকেরা। আজ বুধবার দুপুর থেকে ওই সেড়ক দিয়ে চান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীরা পড়ছে চরম ভোগান্তিতে। জানা গেছে, আজ বুধবার দুপুরে গোপাালগঞ্জে টুঙ্গিপাড়া উপজেলার লেবুতলা বাসষ্ট্যান্ডে লোকাল বাসের ভাড়া নিয়ে বাসের চালক শিমুল ও যাত্রীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে যাত্রীরা চালক শিমুলকে মারধর করে। এসময় তাকে মারাত্মক আহতাবস্থায় গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে এখবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া বাসষ্ট্যান্ডে অবস্থান নিয়ে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া-বাঁশবাড়িয়া সড়কে যানচালাচল বন্ধ করে দেয়। ফলে ওই সড়ক দিয়ে চলাচলরত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে হচ্ছে পায়ে হেটে বা ভ্যানে করে।

বাস মালিক সমিতির সভাপতি আবুল হোসেন জানান, ভাড়া নিয়ে চাকলকে মারধরে ঘটনায় শ্রামিকেরা ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে সুষ্ট মিমাংসা করা না হলে বাস চলাচল বন্ধ থাকবে।
Ruby