মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১২

নবীগঞ্জে জলমহাল নিয়ে সংর্ঘষ কয়েক রাউন্ড গুলি বর্ষন : আহত ৩৫ আটক ২

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে :: নবীগঞ্জ উপজেলার উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের আমড়াখাই জলমহালকে কেন্দ্র করে ৩ ঘন্টা ব্যাপি এক রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে।সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। পুলিশ নবীগঞ্জ হাসপাতাল এলাকা থেকে আহত ২ জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে  উপজেলার আমড়াখাই গ্রামে এ ঘটনাটি ঘটে।গুরুতর আহত আলতাব উদ্দিন(২৬),আজিজুর রহমান(৪০) আছমত আলী (৪৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন,অপর আহত মারফত উল্লা(৭০),আতাবুর রহমান(৪০) কাশিম উদ্দিন(৩০), সাইফুল হোসেন (২৫) হাফিজুর রহমান (৬৫)  সাইফুল ইসলাম (৩২)কে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকী আহত জুবেদ মিয়া(২২),সাহিদ মিয়া(৩৫),আছমত আলী(৪৫) জুবেদ মিয়া (২২) কে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে সাহিদ মিয়া ও আলতাব উদ্দিন গুলিবিদ্ধ বলে দাবী করেন। সংঘর্ষের খবরে বানিয়াচংয়ের মার্কুলী ফাড়ি ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় ঘাগটিয়া জলমহাল নিয়ে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের আমড়াখাই গ্রামের সাজিদুর রহমান ও দোলা মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। দখল বেদখল নিয়ে গত ৩দিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয় লোকজন বিষয়টি শালিসের উদ্যোগ নেয়। গতকাল বৃহস্পতিবার ওই গ্রামের কেরামত উল্লার বাড়িতে অনুষ্টিত শালিস বৈঠকে বাকবিতন্ডার এক পর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে।সংর্ঘষ চলাকালে দেশীয় অস্ত্র,সহ কয়েক রাউন্ড বন্দুকের গুলি ছুড়া হয়।
Ruby