শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১২

জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব চৈত্র মাস আসার আগেই মহাদেবপুরের নদী-নালা ও খাল-বিল শুকিয়ে গেছে


মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: প্রকৃতিতে চৈত্র মাস আসতে এখনো ৩ সপ্তাহের বেশী সময় পড়ে রয়েছে। চৈত্রের ঠাঁ-ঠাঁ রোদ্র প্রকৃতিতে পড়ার আগেই নওগাঁর মহাদেবপুরে শুকিয়ে গেছে নদী-নালা, খাল-বিল ও পুকুর-জলাশয়। ভূগর্ভস্ত পানিস্তরও নিচে নেমে গেছে। উপজেলার বরেন্দ্র অঞ্চলের টিউবওয়েলগুলো দিয়ে এখনই স্বাভাবিকভাবে পানি উঠছেনা। এরকম পরিস্থিতিকে অভিজ্ঞরা জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব বলে মনে করছেন। এক সময় পানি থৈ-থৈ করা আত্রাই নদীর এক কিনারা দিয়ে সামান্য পানি প্রবাহিত হয়ে নদীটি কোন রকমে নিজের জানান দিচ্ছে। শামুককাল, বিলমোহাম্মদপুর, লক্ষণপুর, ফরমানপুর, হাতুড় ও রাইগাঁর ঐতিহ্যবাহী খাল ও বিলগুলো শুকিয়ে মরতে বসেছে। শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে অনেক মাছচাষী পুকুরগুলোতে শ্যালো ইঞ্জিন বসিয়ে পানি উঠিয়ে নিচ্ছেন। এখন চলছে বোরো রোপনের মৌসুম। অস্বচ্ছল অনেক কৃষক আছেন যারা অর্থাভাবে গভীর অথবা অগভীর নলকূপের পানি ক্রয় করে বোরা চাষাবাদ করতে পারেন না। এসব কৃষক বিভিন্ন নালা এবং খাল-বিলে জমে থাকা পানি দিয়েই বোরো চাষাবাদ করে থাকেন। কিন্তুু এবার ওইসব অস্বচ্ছল কৃষক হতাশ হয়ে পড়েছেন খাল-বিল ও নালা শুকিয়ে যাওয়ায়। বিগত বছরগুলোতে এসব খাল-বিল ও নালা অনেক দেরীতে শুকিয়ে যেত। কিন্তুু এ বছর হয়েছে তার উল্টো। প্রকৃতির এ আমূল পরিবর্তনে মানুষসহ অন্যান্য জীব-জন্তুুও হুমকীর মুখে চলে যাচ্ছে ক্রমেই। জলবায়ু পরিবর্তনের এ ধারা অব্যাহত থাকলে আগামীতে এসব এলাকার পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে ধারণা করছেন অভিজ্ঞ মহল। 
Ruby